বুধবার ● ১৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে মোবাইল চোরচক্রের ৪ সদস্য আটক
খাগড়াছড়িতে মোবাইল চোরচক্রের ৪ সদস্য আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে মোবাইলফোন ট্যাকিং এর মাধ্যমে মোবাইলফোন চুরির মামলায় চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ৷
আটককৃতরা হলেন, খাগড়াছড়ি জেলা সদরের গঞ্ছপাড়া এলাকার মৃত: রহিদুল ইসলামের ছেলে আসমত আলী(২৩), আব্দুল কাদেরের ছেলে সফিক(২৫), মুসলিম পাড়া এলাকার ইউসুফ নবীর ছেলে মোহাম্মদ আলী(২১) ও ঢাকা সাভারের ছোট গনি এলাকার মোস্তফার ছেলে কামাল হোসেন(২৮)৷
জানা গেছে, মোবাইলফোন অপারেটর কোম্পানী টেলিটক কাস্টমার কেয়ার থেকে মোবাইল ফোন চুরি হওয়ার ঘটনার মামলায় ১৮ অক্টোবর মঙ্গলবার জেলা সদরে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে৷
খাগড়াছড়ি সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. মাসুদ জানান, টেলিটক কাস্টমার কেয়ার থেকে মোবাইল ফোন চুরি হওয়ার ঘটনানার মামলায় মোবাইলফোন ট্র্যাকিং এর মাধ্যমে প্রথমে জেলা সদরের গঞ্ছপাড়া থেকে আসমত আলীকে আটক করা হয়৷ এসময় তার কাছ থেকে ১টি মোবাইলফোন উদ্ধার করা হয়৷ এর পর একে একে অপর ৩ চোরকে জেলার বিভিন্ন এলাকা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ৷ এদের ৩জনের কাছ থেকে আরো একটি মোবাইল উদ্ধার করা হয়৷
তিনি আরো জানান আটককৃতদেরকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় জমানবন্দি নিয়ে জেল হজতে প্রেরণ করে আদালত৷
উল্লেখ্য, গত ১৩ আগষ্ট ২০১৬ ইং তারিখে জেলার টেলিটক কাস্টমার কেয়ার থেকে মোবাইলফোন চুরির ঘটনায় সদর থানায় আতাউর রহমান নামে এক ব্যাক্তি মামলা করে৷ যার মামলা নং ৫ তারিখ ১৩/০৮/১৬৷