বুধবার ● ১৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত
ঝিনাইদহে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে শেখ রাসেলের ৫২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে৷ ১৮ অক্টোবর মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমী ঝিনাইদহে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার৷ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার এস এম কবীর, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তণ উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সমাজ সেবক আমীর হোসেন মালিতা প্রমূখ৷
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগী ও কবিতা আবৃতি প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়৷