বুধবার ● ১৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২০
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২০
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ জন৷ এসময় আহত হয়েছে আরো ২০ জন৷ ১৮ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে৷ আহতদের কালীগঞ্জ ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি৷
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে যশোর থেকে ছেড়ে আসা গড়াই পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কালীগঞ্জের যশোর-ঝিনাইদহ সড়কের কেয়াবাগান নামকস্থানে একটি জাম গাছের সঙ্গে ধাক্কা লাগে৷
এ সময় ঘটনাস্থলেই একজন পুরুষ ও একজন নারী নিহত হয়৷ আহত হয় আরো ২০ জন৷ তাদের কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে৷
এ দুর্ঘটনায় আশঙ্কাজনক আহতরা হলো সেলিম (২৬), রফিকুল ইসলাম (২০),বাকের আলী (৪০), রশিদুল ইসলাম (৩০), রোজিনা বেগম (২৮), মোফাজ্জেল হোসেন (৫০), নন্দ (৩৫) ও রিপন (৩২)৷
আহতদের মধ্যে রোজিনা বেগম ও রফিকুল ইসলাম অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান ৷
এ ঘটনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, কেয়াবাগান নামক স্থানে একটি দ্রুত গামী গড়াই পরিবহন একটি ইজিবাইকে চাপা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়৷ তাদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি৷