বুধবার ● ১৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » শাবি’র শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জরুরি একাডেমিক কাউন্সিল
শাবি’র শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জরুরি একাডেমিক কাউন্সিল
সিলেট জেলা প্রতিনিধি :: (৪ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ২.২৭মি.) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬ -১৭ শিক্ষাবর্ষের ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবীতে আন্দোলনে নামেন সাধারন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি বিবেচনার প্রেক্ষিতে জরুরি একাডেমিক কাউন্সিল ডেকেছেন শাবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া। শাবিতে আসন্ন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের আন্দোলনের প্রেক্ষিতে এ একাডেমিক কাউন্সিল ডাকা হয়েছে বলে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করেন শাবির ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ তালুকদার। “ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ”র মুখপাত্র সারওয়ার তুষার জানান, আন্দোলনের কর্মসূচি হিসাবে বুধবার সকালে ভিসি ভবনের সামনে অবস্থান করবেন। আর একাডেমিক কাউন্সিল শেষে তাদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে মঙ্গলবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কিছুক্ষণ বিরতির পর বিকাল ৩টায় আবারো ক্যাম্পাসে অবস্থান করেন তারা। আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ভিসি ভবনের সামনে থেকে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি শেষ করেন।
গত রবিবার ও সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ১৬ অক্টোবর বর্ধিত ভর্তি ফি প্রত্যাহারের জন্য আন্দোলনের ডাক দেয় সাধারণ শিক্ষার্থীরা।
পরবর্তীতে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ক্যাম্পাসের সামজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক ও বর্তমান নেতাকর্মী এবং প্রগতিশীল ছাত্রজোট।