বুধবার ● ১৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খেলা » ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্ট
ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্ট
ক্রীড়া প্রতিবেদক :: (৪ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৪মি.) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় চলমান ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে দৈনিক ইনকিলাব , ঢাকা ট্রিবিউন , আর টিভি, জিটিভি ও এসএ টিভি৷ এছাড়া, আগেই শেষ আটে খেলা নিশ্চিত করেছে চ্যানেল আই, এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউন৷
আগামীকাল বৃহস্পতিবার ২০অক্টোবর টুর্ণামেন্টের ৪টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে৷
১ম ম্যাচে ঢাকা ট্রিবিউন বনাম এটিএন নিউজ (সকাল ৯.৩০মিনিট)৷ ২য় ম্যাচ এসএ টিভি বনাম ইনকিলাব (সকাল ৯.৩০ মিনিট)৷ ৩য় ম্যাচ চ্যানেল আই বনাম বাংলা ট্রিবিউন (সকাল ১০.৩০মিনিট) এবং ৪র্থ ম্যাচ জিটিভি বনাম আর টিভি (সকাল ১০.৩০মিনিট)৷
এদিকে আজ বুধবার ১৯অক্টোবর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দৈনিক ইনকিলাব ৬উইকেটে হারিয়েছে নয়া দিগন্তকে৷ (স্কোর : নয়া দিগন্ত ৪০/৫ ও ইনকিলাব ৪১)৷ ম্যাচ সেরা হন জয়ী দলের ফারুক৷ ঢাকা ট্রিবিউন ৬উইকেটে জয় পেয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট এর বিপৰে৷ (স্কোর : দ্য ইন্ডিপেন্ডেন্ট ৪২/৫ ও ট্রিবিউন ৪৪)৷ ম্যাচ সেরা হন জয়ী দলের মুরাদ৷ আর টিভি ৫উইকেটে হারিয়েছে বিটিভিকে৷ (স্কোর : বিটিভি ৩৭/৬ ও আর টিভি ৩৯/১)৷ ম্যাচ সেরা হন জয়ী দলের মানিক৷ জিটিভি ২৭রানে হারিয়েছে বৈশাখী টিভিকে৷ (স্কোর : জিটিভি ৯১/৩ ও বৈশাখী টিভি ৬৪/৬)৷ ম্যাচ সেরা হন জয়ী দলের তমাল৷ এসএ টিভি ৫উইকেটে হারিয়েছে যমুনা টিভিকে৷ (স্কোর : যমুনা টিভি ৮৬/৫ ও এসএ টিভি ৮৮/১)৷ ম্যাচ সেরা হন জয়ী দলের সোহেল৷
এছাড়া ডেইলি স্টার মাঠে না আসায় উক্ত ম্যাচে ওয়াক ওভার পেয়েছে নিউজ২৪ টিভি৷ ম্যাচের সেরা খেলোয়াড়দের হাতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির পরিচালক কাজী এনাম আহমেদ, পৃষ্ঠপোষক ওয়ালটনের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকীম, অতিরিক্ত পরিচালক রবিউল ইসলাম মিল্টন ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম প্রমূখ।