শুক্রবার ● ২৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বান্দরবান » সংবাদ কর্মীদের থানায় প্রবেশ করতে দেয়নি পুলিশ: বান্দরবানে গোপন বৈঠকের সময় জামায়াত-শিবিরের ৪১জন গ্রেফতার
সংবাদ কর্মীদের থানায় প্রবেশ করতে দেয়নি পুলিশ: বান্দরবানে গোপন বৈঠকের সময় জামায়াত-শিবিরের ৪১জন গ্রেফতার
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান:: বান্দরবানে গোপন বৈঠকের সময় ৪১জন জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শুক্রবার বেলা ১টায় শহরের কেন্দ্রীয় জামে মসজিদের মার্কেট ভবনে ইসলামি ব্যাংকের তৃতীয় তলায় ইসলামি পাঠাগার থেকে তাদেরকে আটক করা হয়৷ এ রিপোর্ট পাঠানোর সময় পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল ৷
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত)আমির হোসেন বলেন, শহরের কেন্দ্রীয় জামে মসজিদের মার্কেট ভবনে ইসলামি ব্যাংকের তৃতীয় তলায় জামায়াত-শিবিরকমী ইসলামি পাঠাগারে গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্র শিবিরের জেলা সভাপতি ইমরানুল হক, জামায়াতের রোকন রেজাউল করিম আনসারী, পৌর জামায়াতের নেতা প্রফেসর আবদুল হামিদ, মহিলা মাদরাসার প্রিন্সিপাল রেজাউল করিম, চট্টগ্রামের কর্ণেল অলি আহম্মদ বীরবিক্রম ডিগ্রী কলেজের অধ্যাপক হাসান ও চট্টগ্রামের জামায়াত নেতা মোরশেদ আলমসহ ৪১জন জামায়াত শিবির নেতা-কর্মীকে আটক করে পুলিশ৷ অভিযানের সময় পুলিশ সুপার মিজানুর রহমানও উপস্থিত ছিলেন বলে জানা গেছে ৷
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ছবি সংগ্রহ করতে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা থানা প্রাংগনে ৪ঘন্টা ধরে অপেক্ষা করার পরও উর্ধতন পুলিশ কর্মকর্তাদের সাক্ষাত পায়নি, ফলে পেশাগত কাজে চরম ভাবে বাধাগ্রস্থ হন৷ এ নিয়ে সাংবাদিকদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয় ৷ আপলোড : ২৩ অক্টোবর২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.১৫ মিঃ