বুধবার ● ১৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বিশ্বনাথে মাসব্যাপী হস্তশিল্প মেলার উদ্বোধন
বিশ্বনাথে মাসব্যাপী হস্তশিল্প মেলার উদ্বোধন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৪কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৩৫মি.) সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের মাঠে মাসব্যাপী ‘বহুজাতিক হস্তশিল্প মেলা’র উদ্বোধন হয়েছে৷ সিলেট আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়৷ ১৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী৷
তিনি বলেন, প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারীর ক্ষমতায়ন বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে৷ দেশের অনেক গূরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছেন নারীরা৷ যা অন্য কোন সরকারের আমলে হয়নি৷ ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রেও আজ নারীরা প্রতিষ্ঠিত৷
সিলেট আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা’র সভানেত্রী রাখি মনি সিন্হা’র সভাপতিত্বে এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান ও আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন৷
বহুজাতিক হস্তশিল্প মেলা’য় ২৫টি স্টলে বাহারী রকমের পণ্য ক্রয়-বিক্রয় হবে৷