বৃহস্পতিবার ● ২০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম বিভাগে নকশীটিভি’তে জরুরী নিয়োগ
চট্টগ্রাম বিভাগে নকশীটিভি’তে জরুরী নিয়োগ
বিজ্ঞপ্তি :: অনলাইন টেলিভিশন চ্যানেল নকশীটিভি’তে সংবাদ কর্মী হিসাবে ক্যারিয়ার গড়তে আগ্রহী,পরিশ্রমি ১১ জন পুরুষ ও মহিলা চট্টগ্রাম বিভাগে জরুরী ভিত্তিতে জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ দেয়া হবে।
জেলা সমূহ হচ্ছে -চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, (রাঙামাটি জেলা ব্যাতিত) ও বান্দরবান পার্বত্য জেলা। চট্টগ্রাম বিভাগের আওতাধীন ১০০ জন উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ করা হবে।
উপজেলা সমূহ হচ্ছে - চট্টগ্রাম (মোট ১৪ উপজেলা) মীরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, (রাউজান উপজেলা ব্যাতিত), রাঙ্গুনিয়া, হাটহাজারী, সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, সন্দ্বীপ, বোয়ালখালি, আনোয়ারা ও বাঁশখালী।
কক্সবাজার (মোট ৮ উপজেলা) সদর, রামু, চকরিয়া, কুতুবদিয়া, পেকুয়া, উখিয়া, টেকনাফ ও মহেশখালী।
কুমিল্লা (মোট ১৬ জেলা) আদর্শ সদর, সদর দক্ষিণ, বুড়িচং, দেবিদ্বার, চৌদ্দগ্রাম, চান্দিনা, মুরাদনগর, বরুড়া, দাউদকান্দি, মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট, ব্রাহ্মণপাড়া, হোমনা, মেঘনা ও তিতাস।
ব্রাহ্মণবাড়িয়া (মোট ৯ উপজেলা ) সদর, সরাইল, আখাউড়া, কসবা, নাসিরনগর, বিজয়নগর, আশুগঞ্জ, নবীনগর ও বাঞ্ছারামপুর।
ফেনী (মোট ৬ উপজেলা ) সদর, ছাগলনাইয়া, দাগনভূইঞা, পরশুরাম, সোনাগাজী ও ফুলগাজী।
চাঁদপুর (মোট ৮ উপজেলা) সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, হাইমচর, শাহরাস্তি, কচুয়া ও হাজীগঞ্জ।
লক্ষ্মীপুর (মোট ৫ উপজেলা) সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর।
নোয়াখালী (মোট ৯ উপজেলা) সদর, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ, চাটখিল, হাতিয়া, সুবর্ণচর, সেনবাগ, কবিরহাট ও সোনাইমুড়ি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা (মোট ৮ উপজেলা) (সদর উপজেলা ব্যাতিত), দীঘিনালা, রামগড়, মানিকছড়ি, মহালছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গা ও লক্ষ্মীছড়ি।
রাঙামাটি পার্বত্য জেলা (মোট ১০ উপজেলা) (সদর উপজেলা ব্যাতিত), কাউখালি, নানিয়ারচর, লংগদু, রাজস্থলি, বিলাইছড়ি, বরকল, বাঘাইছড়ি, কাপ্তাই ও জুরাছড়ি।
বান্দরবান পার্বত্য জেলা (মোট ৭ উপজেলা) সদর, রুমা, থানচি, নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়ি ও লামা ও আলীকদম।
উপরের উল্লেখিত জেলা ও উপজেলা প্রতিনিধি হিসাবে নকশীটিভি’তে সংবাদ কর্মী হিসাবে কাজ করতে আগ্রহীরা নিজেদের জীবনবৃত্তান্ত ও সদ্য তোলা ছবিসহ আবেদন করতে পারবেন।
নিয়োগকালিন অভিজ্ঞদের অগ্রধীকার দেয়া হবে।
যোগাযোগ : মো. মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, নকশীটিভি,
মুঠোফোন : ০১৭১৪৪৭৪১২৫,ই-মেইল : [email protected]
সরকার রুহুল আমিন, নির্বাহী পরিচালক, নকশীটিভি,
মুঠোফোন : ০১৭১১৬৪২৪০৪,ই-মেইল : [email protected]
নির্মল বড়ুয়া মিলন, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ, নকশীটিভি,
মুঠোফোন : ০১৮৭৬০০৬০০৫, ই-মেইল : [email protected]
www.nokshitv.com