বৃহস্পতিবার ● ২০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়ির দুরছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড
বাঘাইছড়ির দুরছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড
বাঘাইছড়ি প্রতিনিধি :: (৫ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০২মি.) রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে আগুন লেগে প্রায় ২৩০ টি দোকান ও ৮১ টি বসত বাড়ি ভস্মীভূত হয়েছে৷ এ সময় শিলা শাহা (৫৫) নামে ১জন মহিলা আহত হয়েছে ৷ ২০ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার দূরছড়ি বাজারের এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷
বাঘাইছড়ি উপজেলা খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা জানান, বেলা ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি বাজারে লেপ তোষকের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়৷ এসময় আগুন বাজারের চারপাশে ছড়িয়ে পড়ে৷ পুড়ে যায় বাজারের সব কয়টি দোকান৷
খবর পেয়ে লংগদু উপজেলার মাইনী সেনাজোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মো. আব্দুল আলিমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে থাকে৷ পরে খাগড়াছড়ি জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ খবর দিলে সেখান থেকে একটি ইউনিট চলে আসে পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগনের সহযোগিতায় ৩ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷
লংগদু উপজেলার মাইনী সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আব্দুল আলিম জানান, স্থানীয় লোকজনের ঐক্যবদ্ধ সহযোগিতার কারণে দূরছড়ি বাজারে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷
অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিকভাবে নিরুপন করা যায়নি বলে জানান স্থানীয়রা, তবে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে।