শুক্রবার ● ২১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে শোহাদায়ে কারবালা ও তৈয়্যব শাহ্ (রা:) স্মরণে সুন্নী সম্মেলন
রাউজানে শোহাদায়ে কারবালা ও তৈয়্যব শাহ্ (রা:) স্মরণে সুন্নী সম্মেলন
রাউজান প্রতিনিধি :: ২০ অক্টোবর বৃহস্পতিবার ঊনসওর পাড়া শাহাদুল্লাহ কাজীর বাড়ি হযরত অাশরাফ শাহ্ ওফাত আস্তানা শরীফের মাঠে পবিত্র শোহাদায়ে কারবালা ও সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রা:) এর স্মরণে বিশাল সুন্নী সম্মেলন অনুষ্টীত হয়েছে।
অায়োজিত সুন্নী সম্মেলনে অালহাজ্ব মোহাম্মদ আমির হোসেন (মেম্মার) সভাপতিত্ব করেন¡
বিশাল সুন্নি সমাবেশে শোহাদায়ে কারবালা’র উপর আলোচনায় অংশ গ্রহণ ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন, হয়রতুল অাল্লামা মাওলানা হাজী আবু মুছা সিদ্দিকী।
এতে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, হয়রতুলহাজ্ব অাল্লামা অধ্যক্ষ আবু মোস্তাক অাল কাদেরী।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা রেজাউল কবির খতিব।
বক্তব্য রাখেন হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ অধ্যক্ষ সওকত হোসেন রেজবী।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন হযরত আল্লামা আলহাজ্ব ইলিয়াছ নূরী ছাহেব।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা মজুর আলম, মাওলানা ফোরকান উদ্দীন, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা ওবাইদুল মোস্তাফা রুবেল ও মাওলানা সালাউদ্দীন।
আয়োজিত সুন্নি সমাবেশে বক্তাগণ বলেন, সুন্নী মতাদর্শ সকল মুমেনগণ আশুরার চেতনায় এগিয়ে আসা প্রয়োজন । পবিত্র আশুরার তাৎপর্য ও শোহাদায়ে কারবালা ইতিহাস যুগে যুগে আমাদের সরণ রাখতে হবে।
দেশ বরেণ্য পীর মাশায়েখ, উলামায়েকেরাম,সুধীবৃন্দ ও সুন্নী সংগঠনের নেত্রবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।