শনিবার ● ২২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি শহরে ১০ ঘন্টা বিদ্যুৎ বিহীন : জন জীবন অতিষ্ট
রাঙামাটি শহরে ১০ ঘন্টা বিদ্যুৎ বিহীন : জন জীবন অতিষ্ট
ষ্টাফ রিপোর্টার :: (৭ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১২.৫০মি.) রাঙামাটি শহরে ১০ ঘন্টা বিদ্যুৎ বিহীন অবস্থায় জন জীবন অতিষ্ট, শনিবার ২২ অক্টোবর রাত ১২টায় বিদ্যুৎ চলে যায়, অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে রাঙামাটি শহর,বিদ্যুৎ আসে সকাল ১০টায়, অথচ শহরের তাপমাত্র সর্বোচ্চ ৩৩ ডিগ্রি আর সর্বনিন্ম তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।অসহনীয় গরমে অতিষ্ট শিশু, বয়স্করা ও পর্যটকরা। রাঙামাটিতে লোডশেডিং ও বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনা অস্বাভাবিক ভাবে বেড়েছে।
রাঙামাটি শহরে সেপ্টেম্বর ও চলতি অক্টোবর মাসে বিদ্যুতের সমস্যার রেকর্ড বিগত বছরকে ছাড়িয়ে গেছে।
রাঙামাটি শহরে কখন বিদ্যুৎ আসে আবার কখন বিদ্যুৎ যায় বুঝাই মুশকিল, যাকে বলা হয় বিদ্যুতের ভেলকিবাজি।
অতিষ্ঠ রাঙামাটি শহরবাসী। সারাদিনে বিদ্যুৎ কতবার যে আসে আর কতবার যায় তার হিসাব রাখতে পারছেনা স্বয়ং বিদ্যুৎ বিভাগও। দিনে একবার বিদ্যুৎ আসলে থাকে ১০- ২০ মিনিট পর আবার চলে গেলে বিদ্যুৎ আসার নাম গন্ধ নেই। বিদ্যুতের এমন ভেলকিবাজির কারণে শহরবাসীকে পোহাতে হচ্ছে বিভিন্ন সমস্যা।
বিশেষ ভাবে ক্ষতি হচ্ছে স্কুল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রীদের লেখা পড়ায়। আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা, তাছাড়া শহরের লোকজনের প্রায় ৮০ ভাগ কার্যাদি প্রযুক্তি নির্ভর হওয়ায় সংবাদ মাধ্যম,অফিস- আদালত,ব্যাংক-বীমা,ব্যবসা বাণিজ্য ও অন্যান্য কাজে ব্যাপক ভাবে প্রভাব পড়ছে।
বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছেন শহরের সাধারন মানুষ। তাদের দাবি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বক্তব্য জানার প্রয়োজন নাই। কেন রাঙামাটি শহরে দিনের পর দিন ঘন্টা- পর ঘন্টা বিদ্যুৎ নাই, কখন বিদ্যুৎ পাওয়া যাবে কেবলমাত্র উত্তর চায় তারা। স্থানীয় সাধারন মানুষের বক্তব্য হচ্ছে, সরকার এক দিকে তথ্য প্রযুক্তির কথা বলছে, অন্য দিকে প্রতিনিয়ত বিদ্যুৎতের ভেলকিবাজি। মানুষের জীবন যাপনে অসহনীয় কষ্ট আর বিদ্যুৎ সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যদের কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি রাঙামাটি শহরবাসীর।
রাঙামাটি শহরে ১০ ঘন্টা বিদ্যুৎ বিহীন থাকার বিষয়ে এবং বিদ্যুতের এমন চরম অবস্থার কারন কি, এবিষয়ে রাঙামাটি বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ বিতরন ও বিপনন বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার বলেন, আমাদের রাঙামাটিতে কোন ধরনের সমস্যা নাই, কাপ্তাই পাওয়ার হাউজের সুইচ রুমে যান্ত্রিক ত্রুটির কারনে কাল রাত ১২টা থেকে সকাল পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন নাই, কাপ্তাইয়ের লোকজন এবং আমাদের লোকজন বিকল্প লাইনে রাঙামাটি শহরের বিদ্যুতের চাহিদা পুরণের চেষ্টা করছে।