শনিবার ● ২২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাউখালীতে রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : আহত ৪
কাউখালীতে রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : আহত ৪
কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় কলমপতি ইউনিয়নে বাড়ির রাস্তা নিয়ে গতকাল শুক্রবার দু’পক্ষে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়৷
জানা যায়, উপজেলার কলমপতি ইউনিয়নের কুলাবেছা গ্রামের বাসিন্দা আনোয়ারা বেগম স্বামী মো. এয়াকুব দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত্ বাড়িঘর করে বসবাস করে আসছিলেন তার বাড়ির যাতায়াতের একমাত্র রাস্তাটি পার্শবতী বাসিন্দা সুরমা বেগম স্বামী মো. আব্দুলাহ প্রকাশ খোকন মিস্ত্রি প্রায় সময় বাধাঁ প্রদান করে আসছিলেন এ নিয়ে ইতিপুর্বে এলাকায় বেশ কয়েকবার সামাজিক বৈঠক হয়।
বৈঠকের সিদ্ধান্ত উপেক্ষা করে খোকন মিস্ত্রিও পরিবারের লোকজন আনোয়ারা বেগমের পরিবারের সদস্যদের বাধাঁ প্রদান করে আসছিলেন৷
এক পর্যায় গতকাল শুক্রবার দুপুর ৩টার সময় বাড়ির যাতায়াতের রাস্তা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায় দু’পক্ষেরর মহিলাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷ পরক্ষনে এলাকার লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে উভয় পক্ষের মহিলা আহত চারজনকে দ্রুত উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়৷
উভয় পক্ষের আহতরা হলেন, মোসাম্মত্ মোমেনা বেগম (২৮)স্বামী মো. জসিম উদ্দিন, আনোয়ারা বেগম (৩৫) স্বামী মো. এয়াকুব, সুরমা বেগম (৪৮) স্বামী মো. আব্দুল্যাহ প্রকাশ খোকন মিস্ত্রি, ফাতেমা বেগম (২৫) স্বামী মো. আলী এরা উভয়ে কুলাবেছা পাড়ার কলমপতির বাসিন্দা।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকা বলে জানা যায়৷
এ ব্যাপারে কাউখালী থানায় উভয় পক্ষের অভিযোগ দায়ের করা হয়েছে।