শনিবার ● ২২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দুপুরে ছুরি নিয়ে ষ্টাফ এর উপর হামলা
আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দুপুরে ছুরি নিয়ে ষ্টাফ এর উপর হামলা
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৭কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৪মি.) আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স সোমা দে এবং অফিস সহায়ক গৌতম কুমার দে’র ছেলে সুকান্ত কুমার দে (২২)।
গতকাল সকাল নয়টায় হাসপাতালের হাসপাতালের পাচক ইয়াংরিং ম্রো কে পিছন থেকে আঘাত করে মারাত্মক ভাবে আহত করে। বিষয়টি আলীকদম থানায় জানানো হলে বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে পুলিশ শুকান্তকে আটক করে।
এবিষয়ে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মাহতাব সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, সুকান্তর মা সোমা দে এই হাসপাতালের একজন নার্স হওয়া সত্বেও সে প্রতিনিয়তই তার দায়িত্ব অবহেলা করে আসছে। এমনও সময় আছে যে, রোগীকে সময়মত ঔষদ প্রদান করা হয়না এমনকি দায়িত্ব ফেলে অনেক সময় বাসায় চলে যায়। তাকে তার দায়িত্বে অবহেলার জন্য কোন কথা বললেই তার ছেলেকে (সুকান্ত) দিয়ে আমাদেরকে (হাসপাতাল কর্তৃপক্ষ ও ষ্টাফ) বিভিন্ন প্রকার ধমক দিয়ে আসছে। সুকান্ত সুকান্ত এবং তার মা ইতিপূর্বে যেকোন মূল্যে ইয়াংরিংকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে।
তিনি আরো বলেন, সুকান্ত বিভিন্ন সময় মদ পান করে হাসপাতালে এসে মাতলামি করে এবং ষ্টাফদেরকে গালাগাল করে। তার বাবা মাকে কয়েকবার পারিবারিকভাবে সতর্ক করা হলেও তাদের কোন পরিবর্তন হয় নাই।
অনুসন্ধানে জানা গেছে, গত ২০ তারিখ (বৃহস্পতিবার) সন্ধ্যাকালীন সোমা দে’র ডিউটি চলছিল। কিন্তু তার ডিউটি চলাকালীন সময়ে সে রোগীদের ঔষদ না দিয়ে বাসায় চলে যায়। বিষয়টি রোগীরা ভারপ্রাপ্ত ইউএমও ডাক্তার মহতাবকে জানায়। সুকান্ত এবিষয়ে ইয়াংরিংকে ধারণা করে ওই দিন তাকে মারার জন্য ছুরি নিয়ে তাড়া করে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়।
এর রেশ ধরে শনিবার সকালে ইয়াংরিং আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সড়ক সংলগ্ন ফার্মেসী থেকে রোগীর জন্য ঔষদ আনতে গেলে শুকান্ত তাকে পিছন থেকে দৌড়ে এসে এলোপাথাড়ি মারতে থাকে। এর কিছু সময় পর আহত ইয়াংরিংকে হাসপাতালের ব্যাডে শোয়া অবস্থা মারার জন্য ছুরি নিয়ে তেড়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে আলীকদম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, তাকে আটক করার সময় তার কাছ থেকে ছুরি ও মদের বোতল পাওয়া গেছে।
ওসি জানান, তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনেও মামলা হবে।