শনিবার ● ২২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে কমিউনিটি পুলিশিং সভা
বিশ্বনাথে কমিউনিটি পুলিশিং সভা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৭ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১০মি.) সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম সরকার বলেন, জনগণের সহযোগীতা ছাড়া পুলিশের একার পক্ষে অপরাধ দমন করা সম্ভব নয়৷ পুলিশ ও জনগনের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করে অপরাধ দমন করা সম্ভব৷ মাদক-জুয়া-যৌতুকে না, আর বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে৷ জঙ্গিদের নিপাত করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে পুলিশ৷ তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখার জন্য সমাজের সর্বস্থরের জনসাধারণকে সহযোগীতা করতে হবে৷
তিনি ২২ অক্টোবর শনিবার সকালে বিশ্বনাথ থানা পুলিশের উদ্যোগে থানা কমপাউন্ডে আয়োজিত ‘কমিউনিটি পুলিশিং সভায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম’র সভাপতিত্বে ও এসআই কল্লোল গোস্বামী’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং’র উপদেষ্ঠা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা কমিউনিটি পুলিশিং’র সহ সভাপতি ও খাজাঞ্চী ইউপির সাবেক চেয়ারম্যান পীর লিয়াকত হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক আবদুল আহাদ, দশঘর ইউপির মেম্বার সামছুদ্দিন, দৌলতপুর ইউপির সাবেক মেম্বার আলী আকবর মিলন, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, গাজীর মোকাম জামে মসজিদের ইমাম মাওলানা ফারম্নক আহমদ, দেওকলস ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আজাদ মিয়া, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান, গ্রাম পুলিশ সদস্য গোলাপী বেগম৷ স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান মাসুদ৷
সভায় উপস্থিত ছিলেন দশঘর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন প্রমুখ।