শনিবার ● ২২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » বিশ্বনাথে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন
বিশ্বনাথে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৭ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২০মি.) সিলেটের বিশ্বনাথে ২২অক্টোবর শনিবার সকালে জাতীয় কৃমি সপ্তাহের (২২-২৭ অক্টোবর) উদ্বোধন করা হয়েছে৷ এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ-নূর উদ্দিন৷ উপজেলায় থাকা প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৫-১২ বছর বয়সী সকল শিক্ষার্থী ও অন্যান্য শিশুদেরকে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে এই কৃমি সপ্তাহে৷
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বিভাষ চন্দ্র মাণি’র সভাপতিত্বে ও স্যানেটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা৷ সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন, ব্যবসায়ী মলয় ভট্টাচার্য্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক রায়চাদ দাস, পরিসংখ্যাকবিদ মুহিবুর রহমান, অফিস সহকারী আলী আহমদ প্রমুখ৷