সোমবার ● ২৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » পিসিপি নেতা বিপুল চাকমার মুক্তির দাবিতে সোমবার পানছড়িতে অর্ধদিবস সড়ক অবরোধের ডাক
পিসিপি নেতা বিপুল চাকমার মুক্তির দাবিতে সোমবার পানছড়িতে অর্ধদিবস সড়ক অবরোধের ডাক
খাগড়াছড়ি প্রতিনিধি :: পিসিপি’র কদ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমার নিঃশর্ত মুক্তির দাবিতে পানছড়িতে বিক্ষাভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফারাম পানছড়ি উপজলা শাখা৷
২৪ অক্টোবর সোমবার পানছড়ি উপজলায় অর্ধদিবস সড়ক অবরোধ’র ডাক৷
রবিবার বেলা ৩টায় পানছড়ি উপজলার পাড়াবাড়ি থেকে একটি বিক্ষাভ মিছিল বের করা হয়৷
মিছিলটি কলেজ গেট থেকে শুরু হয়ে পিসিপি কার্যালয়র সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয় শেষ হয়৷
সমাবেশে বক্তব্য রাখন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা সভাপতি রুপায়ন চাকমা, সাধারণ সম্পাদক মিটু চাকমা ও পিসিপি পানছড়ি কলেজ শাখা সাধারণ সম্পাদক সজীব চাকমা৷
বক্তারা অবিলম্বে পিসিপি’র কেদ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাসহ আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান৷
সমাবেশ থেকে ২৪ অক্টাবর সোমবার পানছড়ি উপজলায় অর্ধদিবস সড়ক অবরোধ ঘোষণা দেওয়া হয় এবং সকল সম্প্রদায় ও শ্রেণী-পেশার মুক্তিকামী জনগণ, ছাত্রসমাজ এবং প্রগতিশীল সংগঠনকে অবরোধ সফল করার আহবান করা হয়৷ পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজলা শাখার সহ সাধারণ সম্পাদক পরশ চাকমা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷