সোমবার ● ২৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা প্রশাসককে পার্বত্য গণ পরিষদ এর শুভেচ্ছা
রাঙামাটি জেলা প্রশাসককে পার্বত্য গণ পরিষদ এর শুভেচ্ছা
ষ্টাফ রিপোর্টার :: পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকী, এই আইন বাতিল করতে হবে ৷
নবনিযুক্ত রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এর প্রতি দাবী করেছেন পার্বত্য গণ পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট পারভেজ তালুকদার ৷
পার্বত্য চট্টগ্রামের বাঙ্গালি জনগণকে উচ্ছেদের জন্য পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ (২০০১ সনের ৫৩নং আইন) ও সংশোধনী-২০১৬ পাস হয়েছে৷ এই গণবিরোধী আইন বাতিলের জন্য পার্বত্য গণ পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট পারভেজ তালুকদার এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ২৩ অক্টোবর নবনিযুক্ত রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এর সাথে তার সরকারী বাসভবনে সাক্ষাত করেন ৷
এসময় ছিলেন পার্বত্য গণ পরিষদ রাঙামাটি জেলা সভাপতি আবদুল খালেক , কেন্দ্রীয় অর্থ বিষয়ক সচিব মো . মিজানুর রহমান , পার্বত্য গণ পরিষদ রাঙামাটি পৌর সভাপতি মো. মাসুদ পারভেজ, পার্বত্য বাঙ্গালি ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি মো. আরিফ উদ্দিন , পার্বত্য বাঙ্গালি ছাত্র ঐক্য পরিষদ রাঙামাটি জেলা আহবায়ক মো. সাহাদাত হোসেন সিকদার ও পার্বত্য বাঙ্গালি ছাত্র ঐক্য পরিষদ রাঙামাটি পৌর কমিটির সাধারন সম্পাদক মো. নিজামউদ্দিন নিক্স প্রমূখ ৷
প্রতিনিধি দল নবনিযুক্ত রাঙামািট জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানকে রাঙামাটি জেলায় যোগদানের জন্য ফুলেল শুভেচ্ছা জানান ৷