সোমবার ● ২৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবী
বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবী
বাঘাইছড়ি প্রতিনিধি :: (৯ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫০মি.) রাঙামাটি জেলার বৃহত্তর উপজেলা বাঘাইছড়ি স্থানীয় জনসাধারনের প্রাণের দাবী বাঘাইছড়িতে অগ্নি নির্বাপক কেন্দ্র (ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন) স্থাপন করা হোক।
এ উপজেলায় প্রতি বছর অগ্নিকান্ডের ভয়াবহ কালো থাবায় কোটি কোটি টাকার সম্পদ পুড়ে মাটি হয়ে যাচ্ছে । উপজেলার বাঘাইছড়ি, করেঙ্গাতলী, দুরছড়ি, মারিশ্যা, তুলাবান ও প্রত্যান্ত গ্রামাঞ্চলে বসত বাড়ীসহ মূল্যাবান সম্পদ এবং মানুষের জান মালের এ অগ্নিকান্ডের থাবায় প্রতিনিয়ত ধংস হচ্ছে।
দীর্ঘদিন যাবত আগুনের সাথে একের পর এক সংগ্রাম করে যাওয়া বৃহত্তর বাঘাইছড়ির হাজার হাজার মানুষের সরকারের কাছে একমাত্র দাবী একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য। কিন্তু সে দাবী আজ অবধি পর্যন্ত লেখনিতেই সীমাবদ্ধ রয়েছে।
বাঘাইছড়িতে কোন এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলেই খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনা কখনো সম্ভব নয়। পাহাড়ি পথ দিয়ে এসে প্রায় চল্লিশ কি.মি. দুর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর পূর্বেই সব কিছু পুড়েই ছারখার হয়ে যায়। এভাবে হাজার হাজার দরিদ্র পরিবার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পথের ভিখারী হচ্ছে।
বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা হিসাবে খ্যাত বাঘাইছড়ির ব্যবসায়ীক লেনদেন সহ দোকান পাট এবং ঘর বাড়ী ও জনবসতী বেশী বলে জানা যায়।
তারই ধারাবাহিকতায় বাঘাইছড়ি’তে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন জরুরী বলে মনে করেছেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।
এই বাঘাইছড়ি’র মাটি থেকে বড় বড় নেতৃত্ববান ব্যাক্তিরায় রাঙামাটি জেলার বিভিন্ন প্রান্তরে কৃতিত্বের সাথে সফলতা অর্জন করলেও বাঘাইছড়ি’র উন্নয়নে তাদের হাত কতটুকু ছিল তা এখন প্রশ্নবোধক হয়ে দাড়িয়েছে! এই নিয়ে ১টি পৌরসভা ও ৮ ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে নানান প্রশ্নের সৃষ্টি হচ্ছে।
এ বিষয়টি নিয়ে ব্যবসায়ী ও একাধিক সাধারন মানুষের সাথে কথা হলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাঘাইছড়িতে প্রতি বছর বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডের মত দূর্ঘটনায় শিকার হয়ে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। এই দূর্ঘটনা থেকে পরিত্রান পেতে অবিলম্বে বাঘাইছড়িতে একটি ফায়ার সার্ভিস জরুরী বলে মনে করেন তারা।
এ ব্যাপারে বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জমির হোসেন বলেন, বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্থাপন জরুরী হয়ে পরেছে, এখানে ফায়ার সার্ভিস স্থাপন করা হলে বাঘাইছড়িবাসী আশার আলো খুঁজে পাবে।
বিষয়টি নিয়ে কথা বলেন, মাত্র কদিন আগে পুড়ে যাওয়া বাঘাইছড়ির দুরছড়ি বাজার ব্যবসায়ী কমিটির এক সদস্য তিনি আমাদের সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, বর্তমান মহাজোট সরকারের কাছে আমাদের আকুল আবেদন বাঘাইছড়িতে অগ্নি নির্বাপক কেন্দ্র (ফায়ার সার্ভিস ষ্টেশন) স্থাপন করে এলাকাবাসীকে অগ্নিকান্ডের মত ভয়াবহ বিপদ থেকে রক্ষা করার জন্য।
উল্লেখ্য, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে আগুন লেগে প্রায় ২৩০ টি দোকান ও ৮১ টি বসত বাড়ি ভস্মীভূত হয়েছে৷ এ সময় শিলা শাহা (৫৫) নামে ১জন মহিলা আহত হয়েছে ৷ ২০ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার দূরছড়ি বাজারের এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷
এছাড়া গত ৬ সেপ্টেম্বর বাঘাইছড়ির উপজেলা চত্তরে স্থানীয় বাজার ব্যবসায়ী ও সর্ব সাধারণের অংশগ্রহনে মাধ্যমে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছে ।