সোমবার ● ২৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » আওয়ামীলীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান আদিবাসী পার্টি
আওয়ামীলীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান আদিবাসী পার্টি
প্রেস বিজ্ঞপ্তি :: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান আদিবাসী পার্টি’র দপ্তর ও প্রকাশনা সম্পাদক তুষার চৌধুরী ২৪ অক্টোবর সোমবার সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সদ্য সমাপ্ত উপমহাদেশের অন্যতম রাজনৈতিক দল “বাংলাদেশ আওয়ামীলীগের ২০ তম জাতীয় সম্মেলন সমাপ্ত হল। দলে আট বারের মত সভাপতি হলেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামীলীগের এ নব্য কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান আদিবাসী পার্টির কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী,দলের মহাসচিব ডা. তরণী দেবনাথ ও যুগ্ম মহাসচিব দেবাশীষ কুমার সাহা।
এক অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, ঐতিহ্যবাহী আওয়ামীলীগের নতুন এ কমিটির কাছে আমাদের প্রত্যাশা অনেক। ৬৭ বছর ধরে আওয়ামীলীগের সাথে আমাদের রয়েছে অন্যরকম সখ্যতা, তদাপি কাঙ্ক্ষিত অর্জন হয়েছে কি ? বাংলাদেশের সংখ্যালঘুরা অন্ধের মত আওয়ামীলীগকে ভালবাসে। তবুও কেন এ সরকারের আমলে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না ? কেন স্বাধীনতার ৪৫ বৎসর পরও এ দেশকে নিরাপদ ভূমি ভাবতে পারছে না আমাদের লোকজন ? এ ব্যর্থতা সরকারের না আমাদের ।
কেন অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইনী জটিলতা নিরসন হছে না ? সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে কেন ট্র্যাবুনাল গঠিত হচ্ছে না ? কেন সংখ্যালঘু ফাউন্ডেশন তৈরি ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠিত হচ্ছে না ? কেন সংখ্যালঘুদের জন্য আলাদা সংরক্ষিত আসন ও সেই অনুপাতে কেবিনেট মন্ত্রী নিয়োগ হচ্ছে না ? কেন শ্রী শ্রী দূর্গা পূজায় ৩দিনের সরকারী ছুটি ঘোষণা হচ্ছে না ? কেন আমাদের জমি দখল সহ নির্যাতন, নিপীড়ন প্রতিরোধে আইন ও সম অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না ? তাঁরা আরও বলেন দীর্ঘ ৬৭ বৎসরের ভালবাসার প্রতিদানে কেন আমরা আমাদের নায্য দাবী থেকে বঞ্ছিত হব ? তাই আর কাল বিলম্ব নয়। দেশের স্বার্থে, জাতীর স্বার্থে এ নতুন কমিটিতে অবস্থানরত সরকার প্রধান এ ভালবাসার প্রতিদানে অনতি বিলম্বে দাবিগুলো মেনে নেবেন বলে প্রত্যাশা করেন।
পরিশেষে দলের ও সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ নব নির্বাচিত কমিটির সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।