সোমবার ● ২৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » ছেলের গ্রেপ্তার সহ্য করতে না পেরে মারা গেলেন বিপুল চাকমার মা
ছেলের গ্রেপ্তার সহ্য করতে না পেরে মারা গেলেন বিপুল চাকমার মা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৯কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত১০.০৫মি.) অসুস্থ মায়ের সামনে পুলিশ কতৃক একমাত্র ছেলের গ্রেপ্তারের যন্ত্রনা সহ্য করতে না পেরে গভীর রাতে মারা গেলেন মা ! দুই সন্তানের জননী এ হতভাগা মায়ের নাম নিরু দেবী চাকমা(৪৫)৷
সে পানছড়ি উপজেলা চেংগী ইউনিয়নের করল্যাছড়ি গ্রামের সাবেক মেম্বার সুনয়ন চাকমার স্ত্রী৷ আগামীকাল ২৫ অক্টোবর মঙ্গলবার তাঁর দাহক্রিয়া করা হবে৷
মৃত নিরু দেবী চাকমার স্বামী সুনয়ন চাকমা বলেন গত ২৩ অক্টোবর রবিবার সকালে বিপুল চাকমা তাঁর অসুস্থ মায়ের চিকিত্সা করাতে গাড়ি যোগে চট্টগ্রাম যাচ্ছিলেন৷ এসময় পানছড়ির থানার সামনে গাড়ি থামিয়ে অসুস্থ মায়ের সামনে পুলিশ তাঁকে আটক করে৷
এতে তাঁর মা গুরতর অসুস্থ হয়ে পড়ে৷ ছেলে গ্রেপ্তার হওয়ার পর তার মাকে আর চট্টগ্রাম নেওয়া হয়নি৷ চিকিত্সার জন্য খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
পানছড়ি থানা পুলিশের আচরন সহ্য করতে না পেরে গত রবিবার ২৩ অক্টোবর দিবাগত রাত পৌনে তিনটা সময় চিকিত্সাধীন অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিরু চাকমা মারা যায়৷
সুনয়ন চাকমা আরো বলেন পুলিশেরও তো মা-বান, ছেলে-মেয়ে আছে৷ তাদের কাছে কোনো মায়া-দোয়া নেই ? তাই তারা অসুস্থ মায়ের সামনে থেকে একমাত্র পুত্রকে গ্রেপ্তার করতে পেরেছে৷
বিপুল চাকমা পার্বত্য চুক্তি বিরোধী আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক৷
অসুস্থ মায়ের সামনে তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে আর নিঃশর্ত মুক্তির দাবিতে খাড়াছড়ির পানছড়িতে ২৪ অক্টোবর সোমবার পানছড়িতে অর্ধ দিবস অবরোধের ডাক দিয়েছে
পাহাড়ী ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখা৷ তবে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই অবরোধ পালিত হয়েছে৷
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল জব্বার বলেন তাঁর বিরুদ্ধে ২০১৩ সালে প্রধানমন্ত্রীর জনসভায় বাধা দেয়াসহ পানছড়ি ও খাগড়াছড়ি সদর থানায় ১৭টি মামলা রয়েছে৷ সে কারণে বিপুল চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে৷