বুধবার ● ২৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খেলা » নভেম্বরে আর্জেন্টিনা-পেরুর মুখোমুখি হচ্ছে ব্রাজিল
নভেম্বরে আর্জেন্টিনা-পেরুর মুখোমুখি হচ্ছে ব্রাজিল
ক্রীড়া প্রতিবেদক :: রাশিয়ায় ২০১৮বিশ্বকাপ বছাইপর্বের দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী নভেম্বর মাসে আর্জেন্টিনা ও পেরুর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। অবশ্য এ দুটি বিগ ম্যাচ সামনে থাকলেও বেশ চুপচাপ রয়েছেন ব্রাজিলীয় কোচ দুঙ্গা। ভেনিজুয়েলার বিপক্ষে কাংখিত জয়ের আগে চিলির কাছে ২-০ গোলের পরাজয় হুমকির মুখে ফেলে দিয়েছে ব্রাজিলকে। এদিকে চলতি বছরের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেবার পর থেকে এমনিতেই চাপের মুখে রয়েছেন ৫১ বছর বয়সী ব্রাজিল জাতীয় দলের এ কোচ দুঙ্গা। তারপরও আগামী ম্যাচগুলোতে ইতিবাচক ফলাফল আশা করছেন তিনি। কারণ এসময় নেইমারের দলে ফেরার কারণে দলটি আরো বেশি উজ্জ্বীবিত হবে বলে আশা করছেন দুঙ্গা।
নেইমার দলে ফিরলেও তার বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে ম্যাচে অংশ নিতে পারছেন না। তারপরও দুঙ্গা মনে করেন মেসিকে ছাড়াও কোপা আমেরিকা ও বিশ্বকাপ ফাইনালিস্টদের খেলার মানে কোনরকম হেরফের হবে না। তিনি বলেন, আর্জেন্টিনার বেশ ক’জন মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তাই মেসির অনুপস্থিতির কারণে তাদের খেলার মানে কোন রকম হেরফের হবে না। আপনি যখন আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাবেন তখন সেটি সবসময় যুদ্ধক্ষেত্র মনে করতে হবে। কারণ তারা চিরপ্রতিদ্বন্দ্বী। যেটি সবসময় কঠিন ম্যাচে পরিণত হয়।
দুঙ্গা বলেন, আমাদের সাবলিলভাবে খেলতে হবে। খেলার প্রতিটি ধাপে সচেতন থাকতে হবে। কারণ প্রতিটি খেলার ভাঁজে ভাঁজে রয়েছে জয়-পরাজয়ের আশংকা। ম্যাচটিতে ব্রাজিলকে বেশ সতর্ক থাকতে হবে এবং প্রত্যেক খেলোয়াড়কে সেরাটা দিতে হবে। তবেই আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো