মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিএনপি নেতাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় বরগুনায় পত্রিকায় অগ্নিসংযোগ
বিএনপি নেতাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় বরগুনায় পত্রিকায় অগ্নিসংযোগ
বরগুনা প্রতিনিধি ::বরগুনায় ‘দৈনিক নয়া দিগন্ত’ পত্রিকায় অগ্নিসংযোগ
করেছেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে
‘কুরুচিপূর্ণ মন্তব্য’ ও নিষ্ক্রিয় নেতাদের বরাত দিয়ে ‘পক্ষপাতদুষ্ট’ সংবাদ পরিবেশন করায় এ অগ্নিসংযোগ করার কথা জানান দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সোমবার ২৪ অক্টোবর বিকেলে বরগুনা জেলা বিএনপ’র কার্যালয়ের সামনে বিএনপি ও এর
অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী এ অগ্নিসংযোগ করেন। বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহিন বলেন, গত ২২
অক্টোবরের দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় ‘বরগুনায় বিএনপিতে নতুন নেতৃত্ব চায় তৃণমূল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বরগুনা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে
উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন ওই প্রতিবেদক। তিনি আরো বলেন, বিগত দিনে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা কখনো মাঠে ছিলেন না- এমন নিষ্ক্রিয় নেতাদের বরাত দিয়ে তিনি যে সংবাদ পরিবেশন করেছেন তা পুরেপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। অগ্নিসংযোগের সময় বিক্ষোভ সমাবেশে দৈনিক
নয়া দিগন্তের বরগুনা প্রতিনিধি মো. গোলাম কিবরিয়ার তীব্র সমালোচনা করেন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান টিটু। তিনি বলেন, গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।