মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে ৪ জেএমবি আটক
বাগেরহাটে ৪ জেএমবি আটক
মুতাসিম বিল্লাহ বাগেরহাট থেকে ফিরে :: বাগেরহটের কচুয়া উপজেলা মঘিয়ার একটি বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত জেএমবির চার সদস্যকে আটক করেছে পুলিশ। ২৫ অক্টোবর মঙ্গলবার সকালের দিকে কচুয়া থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের একটি দল তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও হাত বোমা উদ্ধার করা হয়।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় সকাল সাড়ে নয়টায় এ তথ্য নিশ্চিত করে জানান, আটকদের বর্তমানে কচুয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকরা হলেন বাগেরহাটের কচুয়া এলাকার আকাশ (১৯), পিরোজপুর জেলার হাবিবুল্লাহ (১৯), একই জেলার কাবিরুল (২৬) ও মিজানুর রহমান (২৫)পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, বাগেরহাটের কচুয়া উপজেলার প্রত্যন্তগ্রাম মঘিয়ার একটি বাড়িতে
জেএমবির ওই চার সদস্য অবস্থান করছে এমন খবর নিশ্চিত হয়ে ডিবি পুলিশ ও কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. কবিরুল ইসলামের নেতৃত্বে একটি দল আজ মঙ্গলবার ভোরে অভিযান চালায়। এ সময় একটি রিভলবার, পাঁচটি হাত বোমা এবং বোমা তৈরির বেশকিছু সরঞ্জামসহ চার জঙ্গিকে আটক করেছে পুলিশ। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।