মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » খাগড়ছড়িতে বিপুল চাকমার মায়ের দাহক্রিয়া সম্পন্ন
খাগড়ছড়িতে বিপুল চাকমার মায়ের দাহক্রিয়া সম্পন্ন
মো. মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: (১০ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৫৩মি.) ইউপিডিএফ সর্মথিত পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপুল চাকমার মা নিরু দেবী চাকমা (৪৫) এর দাহক্রিয়া সম্পন্ন করা হয়েছে৷
মঙ্গলবার বিকালে পুলিশ কঠোর নিরাপত্তার মাধ্যমে ১৭টি মামলার গ্রেফতারকৃত দন্ডপ্রাপ্ত আসামী পিসিপি’র ছাত্র নেতা বিপুল চাকমাকে তার মায়ের দাহক্রিয়া সম্পন্ন করার জন্য পুলিশ জেল হাজত থেকে নিয়ে আসে৷
বিকালে জেলার পানছড়ির চেঙ্গী ইউনিয়নের করল্যাছড়ি নিজ এলাকায় বিপুল চাকমার মা মৃত নিরু দেবী চাকমা (৪৫)কে তার পরিবার,আত্মীয়-স্বজন, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ , রাজনৈতিক, সামাজিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তির্বগরা দাহক্রিয়া সম্পন্ন করে৷
এদিকে, সকাল থেকে মৃত নিরু দেবী চাকমাকে রাজনৈতকি সামাজিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, এক মিনিট নিরবতা পালনসহ ধর্মীয় অনুষ্ঠান ও শোকসভার আয়োজন করেন৷
এসময় শোকসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, ইউপিডিএফ এর কেন্দ্রীয় কটির সদস্য নতুন কুমার চাকমা, পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি সিমন চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন’র ছাত্র নেতা পারভেজ লেলিন, ছাত্র গণমঞ্চ’র পক্ষে সাইথ বিলাশ ও পরিবার’র পক্ষে শান্তিময় চাকমা প্রমূখ৷
প্রসঙ্গগত, গত ২৩ অক্টোবর রোববার সকালে বিপুল চাকমা তাঁর অসুস্থ মাকে চিকিত্সা করাতে গাড়ি যোগে চট্টগ্রাম নেওয়ার পথিমধ্যে পানছড়ি থানা পুলিশ গাড়ি থামিয়ে অসুস্থ মায়ের সামনে থেকে পুলিশ ১৭টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বিপুল চাকমাকে আটক করে৷
এতে তাঁর মা গুরতর অসুস্থ হয়ে পড়ে৷ ছেলে গ্রেপ্তার হওয়ার পর তার মাকে আর চট্টগ্রাম নেওয়া হয়নি৷ চিকিত্সার জন্য খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হলে ২৩ অক্টোবর দিবাগত রাত পৌনে তিনটার সময় চিকিত্সাধীন অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিরু চাকমা মারা যায়৷