বুধবার ● ২৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » কৃষি » ভুমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে খাগড়াছড়িতে ভুমি কমিশন অফিস ঘেরাও
ভুমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে খাগড়াছড়িতে ভুমি কমিশন অফিস ঘেরাও
মো. মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: (১১ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০মি.) পার্বত্য চট্রগ্রাম ভুমি বিরাধ নিস্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরাধ নিস্পত্তি কমিশন অফিস ঘেরাও ও বিক্ষাভ মিছিল প্রতিবাদ সমাবেশ কর্মসুচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম বাঙ্গালী ছাত্র পরিষদ ৷
২৬ অক্টোবর বুধবার দুপুরে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদর খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দীনর নেতৃত্বে একটি বিক্ষাভ মিছিল খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে শুরু হয়ে মাস্টারপাড়াস্থ পার্বত্য চট্রগ্রাম ভুমি কমিশন কার্যালয় ঘেরাও করতে চাইলে পুলিশ বাঁধা দেয়৷
পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদর নেতাকর্মীরা ৷ সেখানে সংগঠনের সহাস্রধিক নেতাকর্মী পার্বত্য চট্রগ্রাম ভুমি বিরাধ নিস্পত্তি কমিশন আইন বাতিল সহ পাহাড় বসবাসরত বাঙ্গালীদর অধিকার বাস্তবায়নর দাবিত বিভিন শ্লোগান দেয় ৷
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পষিদ কদ্রীয় কমিটির যুগ সাধারন সম্পাদক মো. শহাজল ইসলাম সজল, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দীন, সাধারন সম্পাদক এসএম মাসুম রানা, পানছড়ি উপজলা শাখার সভাপতি সাইফুর রহমান, দীঘিনালা উপজলা সভাপতি সাদ্দাম হোসেন, মানিকছড়ি উপজলা সভাপতি মোস্তাদির হোসেন, জেলা শাখার যুগ সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, পার্বত্য চট্রগ্রাম ভুমি রক্ষা কমিটির সদস্য সচিব মইনুল হক ও যুগ্ন আহবায়ক আবুল কাশেম প্রমুখ ৷
প্রতিবাদ সমাবেশে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদর খাগড়াছড়ি জেলা সভাপতি মাইন উদ্দীন পাড়ায় মহল্লায় পার্বত্য ভুমি কমিশন আইন বাতিলের দাবিতে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলতে পাহাড়ে বসবাসরত বাঙ্গালীদর প্রতি আহবান জানান ৷
তিনি সমাবেশে আগামী কাল ২৭ অক্টাবর বৃহস্পতিবার পার্বত্য চট্রগ্রাম ভুমি বিরোধ নিস্পত্তি কমিশন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারউল হক এর খাগড়াছড়ি সফর প্রতিহত করার ঘোষনা দেন৷
এছাড়া সমাবেশে অভিলম্বে ভুমি কমিশন আইন বাতিলের জন্য সরকারের প্রতি আহবান জানান অন্যথায় পার্বত্য চট্রগ্রামে লাগাতার হরতাল সহ কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন ৷
আগামী ৩০ অক্টাবর পার্বত্য চট্রগ্রাম ভূমি বিরাধ নিস্পত্তি কমিশনর দ্বিতীয় বৈঠক আহবান করা হয়েছে ৷ রাঙামাটি সার্কিট হাউজ এ বৈঠকটি হওয়ার কথা রয়েছে৷
১৯৯৭ সাল সম্পাদিত পার্বত্য চুক্তির আলাক গঠিত পার্বত্য ভূমি বিরাধ নিস্পত্তি কমিশন আইন-২০০১৷
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা শুরু থকে এ আইনর বিরোধিতা করে আসছিলন৷
অবশষ চলতি বছরর ১ লা আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব অনুষ্ঠিত মন্ত্রীসভার নিয়মিত বৈঠক ভটিং সাপেক্ষ ‘পার্বত্য ভূমি বিরাধ নিষ্পত্তি কমিশন (সংশাধন) আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগতভাব অনুমাদন ও ৯ আগষ্ট তা অধ্যাদশ জারির মাধ্যম গেজট আকার প্রকাশের পর গত ৬ অক্টাবর জাতীয় সংসদ পাশ হয়৷