বুধবার ● ২৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটির ঘাগড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪জনকে কারাদন্ড
রাঙামাটির ঘাগড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪জনকে কারাদন্ড
কাউখালী প্রতিনিধি :: (১১ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৬মি.) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার ঘাগড়া মাছ বাজারে ফরমালিনযুক্ত মাছ বিক্রির সময় ২৬ অক্টোবর বুধবার ভ্রাম্যমান আদালত ৪ মাছ ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান করেছে ৷
জানা যায়,কাউখালী উপজেলার ঘাগড়া বাজারে দির্ঘদিন যাবত্ হাটের দিন ও হাটের দিন ছাড়া মাছ ব্যাবসাযীরা ফরমালিন যুক্ত ও স্বাস্থ্যর জন্য ক্ষতিকারক পিরানহা মাছ বিক্রি করে আসছে। এ খবর পেয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার বুধবার সকাল নয়টায় উপজেলা মত্স্য বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে কাউখালী থানা পুলিশের সহযোগিতায় মাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসময় ৪ মাছ ব্যাবসায়ী নানুপুর গ্রামের ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম জেলার রুপম বড়ুয়া ছেলে অসিম বড়ুয়া(৬০) ও প্রতুল বড়ুয়া (৫২), ঘাগড়া বাজার কাউখালী উপজেলার হেমান্ত বড়ুয়া, রিজার্ভবাজার রাঙামাটি সদর উপজেলার সামশুল হক এর ছেলে আব্দুল খালেক (৩৭), মরিয়ম নগর রাঙুনীয়া উপজেলা চট্টগ্রাম জেলার আবুল কাশেম ছেলে দুলাল হোসেন (৪৫)কে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। দন্ড প্রাপ্তদের রাঙামাটি জেলা কারাগারে পাঠিয়েছেন৷
এদের কাছ থেকে বিক্রি করার জন্য আনা ফরমালিনযুক্ত ও নিষিদ্ধ পিরানহা মাছসহ প্রায় ৬০ কেজি মাছ জব্দ করে ধ্বংস করা হয় ৷
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার জানান,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ৷