বুধবার ● ২৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে নেতৃত্ব দিতে হবে : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে নেতৃত্ব দিতে হবে : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৯মি.) মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের নেতৃত্ব দিতে হবে৷
২৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ সরকারি শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আমির হামজা স্মরণে ওই বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত বিশ্ববিদ্যালয় মাঠে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী৷
মেহের আফরোজ চুমকি বলেন, প্রয়াত ছাত্রলীগ নেতা আমির হামজা ছিলেন বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক৷ যারা ছাত্রলীগের নেতৃত্ব দেবে তাদের আমির হামজার রাজনৈতিক দিকগুলো অনুসরণ করতে হবে৷
প্রতিমন্ত্রী আরো বলেন, দ্রুত পল্লী বিদ্যুত্ অফিস থেকে ভাদার্ত্তী পুরাতন সাব-রেজিস্ট্রি অফিস সড়কটি আমির হামজার নামফলক উন্মোচন করা হবে৷
কালীগঞ্জ সরকারি শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌস মিয়ার সভাপতিত্বে ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দর্শন বিভাগের প্রধান পরিতোষ চন্দ্র গোপ, অর্থনীতি বিভাগের প্রধান এমএম জেযায়ের চৌধূরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, ইউএনও খন্দকার মো. মুশফিকুর রহমান, সহকারী কমিশনার(ভুমি) প্রণতি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া, সহ-সভাপতি মো. কামাল উদ্দিন দেওয়ান, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম প্রমুখ৷
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ যুগ্ন সম্পাদক খন্দকার মোঃ ইব্রাহীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক রফিকুল ইসলাম সিজু, যুগ্ন আহবায়ক শেখ আজিজুর রহমান সুমন, যুবলীগ সম্পাদক হারুন অর-রশীদ টিপু, পৌর আ’লীগ সম্পাদক শাহ-আলম দেওয়ান, পৌর যুবলীগ সভাপতি বাদল হোসেন, সহ-সভাপতি লোকমান হোসেন পনির, সম্পাদক রেজাউর রহমান আশরাফি খোকন, ছাত্রলীগ সম্পাদক সাদ্দাম হোসেন, হাফিজুল ইসলাম প্রমুখ৷
এর আগে সকালে কলেজ শাখা ছাত্রলীগ নেতাদের নেতৃত্বে মরহুম ছাত্রলীগ নেতা আমির হামজা স্মরণে একটি মৌন মিছিল কলেজ থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে৷