বুধবার ● ২৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে ২০ লিটার মদসহ আটক ১ : ৬ জুয়াড়িসহ মাদক ব্যবসায়ীকে কারাদন্ড
খাগড়াছড়িতে ২০ লিটার মদসহ আটক ১ : ৬ জুয়াড়িসহ মাদক ব্যবসায়ীকে কারাদন্ড
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১১ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.০৮মি.) খাগড়াছড়ি জেলা শহরের মহাজন পাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০লিটার দেশিয় মদসহ ১ মাদক ব্যবসায়ী ও ৬ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ৷
আটকৃতরা হলেন, মাদক ব্যাবসায়ী জিকোমনি চাকমা (২৮), জুয়াড়ী আব্দুল লতিফ (৫০), মো. গোলাম মোস্তফা (৪২), খলিলুর রহমান (৩২), আব্দুল বরকান (৩৪), আব্দুর রব (২২) ও গনিকেন্দ্র ত্রিপুরা (৩৩)৷
২৬ অক্টোবর মঙ্গলবার রাতে জেলা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রইচ উদ্দিন ও এস আই আব্দুল্লাহ আল মাসুদ’র নেতৃত্বে পুলিশের একটি দল মহাজন পাড়াসহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে৷
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুর মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে এবং ভ্রম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলম প্রত্যেক জুয়াড়িকে ৩দিন করে কারাদণ্ড প্রদান করেছে৷
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুর আলী, মো. শামসুল আলম, সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন ও এসআই আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা করেছে৷