শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গৃহবধূর লাশ উদ্ধার : স্বামী আটক
গাজীপুরে গৃহবধূর লাশ উদ্ধার : স্বামী আটক
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫০মি.) গাজীপুরে জানালার গ্রিলে ফাঁস লাগানো অবস্থায় রোজিনা খাতুন (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ৷
২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনার আব্দুল মোতালেবের ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়৷
এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী আছির উদ্দিনকে (২৬) আটক করেছে৷
নিহত রোজিনা নেত্রকোনা সদর উপজেলার শীলনারায়ণ গ্রামের তারা মিয়ার মেয়ে এবং প্রীতি গ্রুপের স্থানীয় সালনা এলাকার সাংকুয়া গার্মেন্টসের শ্রমিক৷
আটক আছির উদ্দিন একই এলাকার খাজেল উদ্দিনের ছেলে এবং একই কারখানায় চাকরি করেন৷ তিনি স্ত্রী এবং মা মঞ্জুরা বেগমকে নিয়ে মোতালেবের বাড়িতে ভাড়া থাকেন৷
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় দুই বছর আগে তারা ওই বাড়িতে ভাড়ায় ওঠেন৷ স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে বিভিন্ন সময় কলহ হতো৷ তিন-চার মাস আগে ঝগড়ার জেরে তারা আলাদা বসবাস শুরু করেন৷ পরে নিজেরাই সমঝোতা করে আবার ওই বাড়িতে একত্রে বসবাস শুরু করেন৷
বুধবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হয়৷ পরে রাতের খাবার খেয়ে তারা নিজ ঘরে শুয়ে পড়েন৷ বৃহস্পতিবার সকালে অফিস সময় পার হয়ে গেলেও ঘরের দরজা না খুললে অন্য কক্ষে থাকা আছিরের মা তাদের ঘরের দরজা খুলতে ধাক্কা দেন৷ এ সময় আছির দরজা খোলে এবং ওই ঘরের জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রোজিনার লাশ দেখতে পান৷ খবর পেয়ে এলাকাবাসী আছিরকে আটক করে পুলিশে খবর দেয়৷
জয়দেবপুর থানার এসআই মোঃ শহিদুল ইসলাম জানান, নিহত রোজিনার মৃতদেহ জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো এবং পা মাটি স্পর্শ করা অবস্থায় ছিল৷ তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ নিহতের স্বামী আছির উদ্দিনকে আটক করা হয়েছে৷
ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা৷