শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সাংবাদিক হরি কিশোর চাকমা মোটর সাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত
রাঙামাটিতে সাংবাদিক হরি কিশোর চাকমা মোটর সাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত
ষ্টাফ রিপোর্টার :: দৈনিক প্রথম অালো’র রাঙামাটি জেলা প্রতিনিধি সাংবাদিক হরি কিশোর চাকমা মোটর সাইকেল দুর্ঘটনায় মারাত্মক ভাবে হয়ে রাঙামাটি শহরের পার্বত্য উন্নয়ন বোর্ড অফিসাস কোয়াটারের সামনে রাঙামাটি - চট্টগ্রাম মুল সড়কের উপর পরে থাকতে দেখে তৎক্ষনিক ভাবে রাঙামাটি মেডিকেল কলেজের ৩জন ছাত্র তাকে ২৭ অক্টোবর বৃহসপতি রাত সাড়ে আটটার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মংক্যাসিং ও হাসপাতালের তত্বত্তাধায়ক জেলা সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে বলেন, হরি কিশোর চাকমার মাথার আঘাত মারাত্মক তার কান দিয়ে রক্ত ঝরা বন্ধ হচ্ছেনা, মানুষজনকে সে ঠিক মতো চিনতে পাছেনা এবং তার জরুরী ভাবে বেশ কিছু মেডিকেল চেকআপ করানো প্রয়োজন তাই ৩জন চিকিৎসক একমত হয়ে পরামর্শ করে রাত ৯.২০ মিনিটের দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।
সাংবাদিক হরি কিশোর চাকমার দুর্ঘটনার সংবাদ শহরের ছড়িয়ে পড়লে তার আত্মীয় - স্বজন ও গণমাধ্যম কর্মীরা রাঙামাটি জেনারেল হাসপাতালে এসে ভিড় জমায়।
এসময় সারা রাঙামাটি শহর খুঁজে একটি এম্বুলেন্স পাওয়া যায়নি। সাংবাদিক হরি কিশোর চাকমাকে চট্টগ্রামে উন্নত চিকিৎসা নিয়ে যাওয়ার জন্য। পরে ব্যাক্তিগত একটি মাইক্রোবাসে করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাংবাদিক হরি কিশোর চাকমার গ্রামের বাড়ি শহরের পৌর এলাকায় রাঙ্গাপানি। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন হরি কিশোর চাকমা’র জ্ঞান ফিরেছে ,সে কথাও বলেছেন , প্রথম অবস্থার চাইতে কিছুটা ভালো আছেন ও চট্টগ্রামে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে ।
তার পরিবার সবাইকে সাংবাদিক হরি কিশোর চাকমার জন্য আশিবাদ ও দোয়া প্রার্থনা করেছেন।
সাংবাদিক হরি কিশোর চাকমা মোটর সাইকেল দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হওয়ার বিষয়টি নিছক দুর্ঘটনা ? না কি অন্য কোন বিষয় জড়িত বিজ্ঞজনদের মধ্যে প্রশ্ন রয়েছে। ছবি : সংগ্রহিত ।