শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা আ’লীগ সভাপতি শাসছুল হকের বিরুদ্ধে জিডি ও প্রতিবাদ সমাবেশ
মাটিরাঙ্গা আ’লীগ সভাপতি শাসছুল হকের বিরুদ্ধে জিডি ও প্রতিবাদ সমাবেশ
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৩ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৪মি.) মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.শামছুল হক ও পৌর যুবলীগ সাধারন সম্পাদক আলা উদ্দিনের বিরুদ্ধে হত্যা ও এলাকা ছাড়া করার হুমকি প্রদর্শনের অভিযোগে মাটিরাঙ্গা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন দুই ব্যক্তি৷ এরা হলেন,মাটিরাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মোতাহের হোসেন ভুইয়া (৭০) ও সাবেক পৌর আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো’ আতাউর রহমান (৪৫)৷
মাটিরাঙ্গা থানায় দাখিলকৃত জিডি সুত্রে জানা গেছে, অভিযোগকারী দুজন ২৬ অক্টোবর বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ১নং বিবাদী পূর্বের দলীয় বিষয়কে কেন্দ্র করে তাদের আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসারত অবস্থায় দেখিয়া বিভিন্ন বিশ্রী ভাষায় গালিগালাজসহ তাদেরকে মেরে ফেলবে, মাটিরাঙ্গায় থাকতে দিবে না ও অকথ্য ভাষায় কথা-বার্তা মাধ্যমে মানসম্মান হানি করে৷ তাছাড়া ১নং বিবাদী বলে অশোভন গালি দিয়ে বলে তোরা রাজনীতির নামে বদমাসি করিস ২নং বিবাদী লাঠি নিয়ে আগাইয়া আসিলে তিনি দৌড়াইয়া আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের ভিতরে ঢুকে পড়েন৷এ সময় দলীয় কার্যালয়ে অবস্থানরত নেতাকর্মীরা বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলে জিডিতে উল্লেখ করেন৷ মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত্ হোসেন টিটু মোবাইল ফোনে জিডির বিষযটি সত্য বলে জানিয়ে সরেজমিনে তদন্ত করা হবে বলে জানান ৷ মাটিরাঙ্গা ডায়েরী নং-১১২১/১৬৷ তাং-২৭/১০/২০১৬ইং৷
এ ঘটনায় দলীয কার্যালয়ে উপজেলা পর্যায়ে দলের চেইন অফ কমান্ড ভেঙ্গে পড়েছে এমনটাই মন্তব্য প্রকাশ করেছেন খোদ উপজেলা আওয়ামীলীগের একাংশ৷ তারা অভিযোগ করেন,মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন ও জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভীশণ ২০২১,রুপকল্প ২০৪১ বাস্তবায়ন ও সরকারের কাংখিত লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্থ করছে কতিপয় লোভী,স্বার্থপর ও দায়িত্ব জ্ঞানহীন রাজনৈতিক ব্যক্তিত্ব৷ তারা মাটিরাঙ্গা উপজেলা আ’লীগ সভাপতি মো. শামছুল হকের একক আদিপত্য বিস্তারকে দায়ী করেন৷ চলমান দলীয় নেতৃত্ব শুন্যতার জন্যে, উপজেলা আ’লীগ সভাপতির রাজনৈতিক ও ব্যক্তিগত কর্মকান্ডের সমালোচনা করেন৷ এছাড়াও তার স্বেচ্ছাচারিতা ও দলের ইমেজের প্রতি উদাসীনতা প্রদর্শনসহ মাটিরাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মো. মোতাহের হোসেন ভুইয়া (৭০) কে হত্যা ও এলাকা ছাড়ার হুমকির প্রতিবাদে উপজেলা আ.লীগ সভাপতির মো. শামছুল হকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান বক্তারা৷
এ সময় তারা নেতাকর্মীদের প্রতি আওয়ামীলীগের ভাবমুর্তি রক্ষায় মাটিরাঙ্গা পৌরসভাসহ উপজেলার যেখানে যেখানে সরকারী বরাদ্ধের কাজ চলছে তা যথাযথ বাস্তবায়নে সহায়তা প্রদানে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান৷ ২৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীণ নেতাকে লাঞ্চিত করার প্রতিবাদ সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন৷
এই বিষয়ে উপজেলা আ’লীগ সভাপতি মো. শামছুল হকের কাছে জানতে ফোন করলে তিনি প্রথমে ফোন রিসিভ করেননি পরে সরাসরি সংযোগ বিচ্ছিন্ন করে দেন৷ এ কারনে তার কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি৷