শনিবার ● ২৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » আগামী ৩০ জুন পর্যন্ত বীরাঙ্গনাদের তালিকা — গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
আগামী ৩০ জুন পর্যন্ত বীরাঙ্গনাদের তালিকা — গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘বীরাঙ্গনাদের তালিকা তৈরি করা শেষ হয়নি ৷ আগামী ৩০ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে ৷ পর্যায়ক্রমে তালিকা তৈরি ও গেজেট করা হবে ৷ আশা করা যাচ্ছে, এ গেজেটের ফলে ২০ হাজারের বেশি নারী মুক্তিযোদ্ধার তালিকা তৈরি সম্ভব হবে ৷ প্রয়োজনে ২০১৬ সালে আবারও গেজেট তৈরির সময় বৃদ্ধি হতে পারে ৷’
মন্ত্রী ২৩ অক্টোবর শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তুরাগ নদীতে শারদীয়া দুর্গোত্সবের প্রতিমা বিসর্জন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ৷
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ধর্ম যার যার, দেশ সকলের৷ তাই সকল ধর্মের উত্সব পালনে সার্বিক সহায়তা করা সকলের দায়িত্ব ৷’
মন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এ আলম, কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল কবীর, উপজেলা শারদীয় দুর্গোত্সব উত্যাপন কমিটির আহ্বায়ক অজিত কুমার সাহাসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতারা ৷
আপলোড : ২৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩. ৩৭ মিঃ