শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » কিশোরগঞ্জ » কিশোরগঞ্জ ও লালমনিরহাটে কুস্তি প্রশিক্ষণ শুরু
কিশোরগঞ্জ ও লালমনিরহাটে কুস্তি প্রশিক্ষণ শুরু
ক্রীড়া প্রতিবেদক :: জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় কিশোরগঞ্জ জেলার তাড়াইলে ও লালমনিরহাটে ২৭অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ১০দিনব্যাপী তৃণমুল পর্যায়ে প্রতিভাবান অনূর্ধ্ব-১৬ কুস্তি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম-২০১৬৷ কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাড়াইল প্রেসক্লাব এর সভাপতি দেওয়ান ফারুক দাদ খান এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন৷ প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করছেন স্বনামধন্য জাতীয় কোচ ফারুক উদ্দীন আহমেদ৷ উপজেলার বিভিন্ন স্থান হতে ৪০জন খেলোয়াড় কার্যক্রমে অংশ গ্রহন করে৷
এদিকে, ২৭অক্টোবর বৃহস্পতিবার বিকেলে শেখ কামাল স্টেডিয়াম জিমন্যাশিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বালক ও বালিকা প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন৷ এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লেলিন৷ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন জাতীয় কোচ মো. আশরাফ আলী৷ সহকারী কোচের দায়িত্বে রয়েছেন স্থানীয় কোচ কামরুজ্জামান৷ ১০দিন ব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে বাছাইপর্বে জেলার বিভিন্ন স্থান হতে মোট ৬৫জন বালক ও বালিকা অংশ গ্রহন করে৷ এদের মধ্য থেকে মেধা অনুযায়ী প্রশিক্ষণের জন্য ১০জন ছেলে ও ১০জন মেয়ে মোট ২০জনকে বাছাই করা হয়৷