শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কাউখালীতে যৌথ অভিযানে সেগুন কাঠ উদ্ধার
কাউখালীতে যৌথ অভিযানে সেগুন কাঠ উদ্ধার
কাউখালী প্রতিনিধি :: (১৩ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০মি.) রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় ২৭ অক্টোবর বৃহষ্পতিবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে কচুঁখালী এলাকা হতে ২৬০ ফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে ৷
খাসঁখালী রেঞ্জ কার্যালয় সুত্রে জানা যায়, ২৭ অক্টোবর বৃহষ্পতিবার রাত আনুমানিক ১০টার সময় কাউখালী আর্মিক্যাম্পের সেনাবাহিনী ও বনবিভাগ খাঁসখালী রেঞ্জের যৌথ অভিযান চালিয়ে উপজেলার কচুঁখালী এলাকায় ঘাগড়া ইউ পির সাবেক চেয়ারম্যান থুইমং মার্মার স’ মিল এলাকার আশপাশ থেকে অবৈধভাবে এনে রাখা প্রায় ২৬০ ফুট সেগুন কাঠ জব্দ করেন এবং সকাল বেলা উপজেলা সদরে আর্মিক্যাম্পের সামনে নিয়ে আসেন৷ যার আনুমানিক বাজার মুল্য দুই হতে আড়াই লক্ষ টাকা বলে সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তা জানান৷ এ ব্যাপারে সম্পুর্ন কাঠ বন বিভাগের খাসঁখালী রেঞ্জ কার্যালয়ে অফিসে নিয়ে মাপার পর মামলা দায়ের করা হবে বলে খাসঁখালী রেঞ্জ কার্যালয়ের বিট অফিসার মো. নুর হোসেন বিষয়টি নিশ্চিত করেন৷