শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » রবিবার খাগড়াছড়ি ও রাঙামাটিতে অবরোধ
রবিবার খাগড়াছড়ি ও রাঙামাটিতে অবরোধ
ষ্টাফ রিপোর্টার :: (১৩ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪০মি.) পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০১৬ বাতিল সহ আগামী ৩০ অক্টোবর রবিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিল করার দাবিতে ৩০অক্টোবর রববিার খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলায় সড়কপথ অবরোধের ঘোষণা দিয়েছে ৫ বাঙালী সংগঠন ৷
রাজধানীতে ২৮ অক্টোবর শুক্রবার ৫ বাঙালী সংগঠনের নেতৃবৃন্দ একযৌথ সভা শেষে এই কর্মসূচী ঘোষণা করেন ৷ ৫ বাঙ্গালি সংগঠনের পক্ষে পার্বত্য গণপরিষদের মহাসচিব অ্যাডভোকেট আলম খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে৷
এতে বলা হয়, পার্বত্য বাঙালীদের ৫ সংগঠনের উদ্যোগে পার্বত্যগণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ সরকার কর্তৃক সংশোধনী আইন ২০১৬ অনুসারে কমশিনরে বৈঠক ডাকার প্রতবিাদে এবং বৈঠক বাতিলের দাবিতে একজরুরী সভা অনুষ্টিত হয়৷
সভায় ৩০অক্টোবর রবিবার খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলায় সড়ক পথ অবরোধ(অভ্যন্তরীন ও দুরপাল্লা) কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। আগামী ২৯ অক্টোবর শনিবার ৫টি বাঙালী সংগঠন রাজধানীতে গুরুত্ত্ব পূর্ণ বৈঠকের সিদ্ধান্ত হয় এবং বৈঠকের পর বাঙালী সংগঠনের নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ বাতিলের দাবিতে আরো কঠোর কর্মসূচী ঘোষনা করবেন ৷