শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » খামার করে নিজের পায়ে দাড়ালেন বিশ্বনাথের পরতাব আলী
খামার করে নিজের পায়ে দাড়ালেন বিশ্বনাথের পরতাব আলী
মো. আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (১৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১৪মি.) নিজের পায়ে দাড়ানোর স্বপ্ন ছোট বেলা থেকেই৷ অন্যের হাতের দিকে তাকানো লজ্জা বলেই মনে করেন৷ অলসতা নেই বললেই চলে৷ পরিশ্রমকে পুজিঁ করে ধীরে ধীরে তিনি প্রতিটি কাজে সফল হয়েছেন৷ এই ইচ্ছা আর শক্তিকে কাজে লাগেই একের পর এক সফলতার মুখ দেখছেন বিশ্বনাথ সদর ইউনিয়নের সেনারগাঁও গ্রামের মো. পরতাব আলী৷
পরতাব আলী ছোট বেলা থেকেই কৃষি কাজের সঙ্গে জড়িত৷ এক সময় ভাল পরামর্শ না পাওয়ায় কোন রকমভাবে চলতেন৷ বর্তমানে ৫-৭ বছর ধরে কৃষি অফিসের পরামর্শে পরতাব আলী সফলতা দেখছেন প্রতিটি কাজে৷
এখন পরতাব আলী নিজ বাড়িতে গরম্ন, মাছ ও হাঁসের খামার করে সফল হয়েছেন৷ হাঁসের খামার করে প্রতিদিন ২শত ডিম বিক্রি করে প্রায় ৯শত টাকা আয় করছেন৷ সব খরছ বাদ দিয়ে এই আয় হচ্ছে পরতাব আলীর৷ স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে নিয়ে পরতাব আলীর সংসার চলছে সুখেই৷ ছেলে-মেয়ের পড়ালেখার খরছসহ সংসার চালিয়ে যাচ্ছেন সাচ্ছন্ধেই৷
২৬ অক্টোবর বুধবার বিকেলে পরতাব আলীর বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাঁসের খামারে কাজ করছেন৷ বাড়ির পাশে রয়েছে পরতাল আলীর দুটি পুকুর৷ দুটি পুকুরে করেছেন মাছের চাষ৷ রয়েছে গরম্নর খামার৷ হাওরে ফলিয়েছেন ধান৷ এসব দেখে মনে হয়েছে তিনি পরিকল্পিত ও কারো পরামর্শে গড়ে তুলেছেন খামার৷
মো. পরতাব আলী বলেন, আমি নিজের পায়ে দাড়িয়েছি৷ এতে খুব আনন্দিত৷ আমি আল্লাহর শোকরিয়া আদায় করছি৷ তিনি বলেন, আমার মাছ, গরু, হাঁসের খামার আছে এগুলোই আমার সব৷ ধান তো বলাই লাগে না৷ পরতাব আলী গর্ব করে বলেন, ১লাখ ২৫ হাজার টাকার হাঁস কিনে মাত্র ৬ মাসে তিনি অনেক সফল হয়েছেন৷
মুল পুঁজি থেকে ২৫০টি হাঁস প্রতি ১শত হাঁস সাড়ে ২২ হাজার টাকা দামে বিক্রি করেছেন৷ বর্তমানে ওই খামারে ৩২৪টি হাঁস আছে এদের মধ্যে ১৬০টি হাঁস ৬ মাস ধরে ডিম দিচ্ছে৷ প্রতিদিন প্রায় ১৬-১৭ শত টাকার ডিম বিক্রি করেন৷ এতে সব খরছ বাদে পরতাব আলীর আয় হয় প্রায় ৯শত টাকা৷
পরতাব আলী বলেন, পরিকল্পিতভাবে খামার করলে কোন দিন ৰতি হবেনা৷ লাভ হবেই৷ তিনি বলেন, ডিম, মাছ, ধান পরিবারের জন্য ক্রয় করা লাগেনা৷ এতে পরিবারের অনেক টাকা আয় হয়৷ এক সময় খুব কষ্ট করে চললেও বর্তমানে আর কষ্ট করা লাগে না৷ পরিশ্রমে সুখ হয় আমি বিশ্বাস করি৷ কোন মানুষ পরিশ্রম করলে তার সুখ হবে ইনশাআল্লাহ৷
বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার কৃষির জন্য সহযোগিতা, পরামর্শের জন্য একজন কৃষক আটকিতে পারেনা৷