শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৪৫তম শাহাদাত্ বার্ষিকী পালিত
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৪৫তম শাহাদাত্ বার্ষিকী পালিত
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৩১মি.) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৫তম শাহাদাত্ বার্ষিকী ২৮ অক্টোবর শুক্রবার বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়৷
শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে মহেশপুর উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচির আয়োজন করে৷ এর মধ্যে ছিল আলোচনা সভা, স্মৃতি চারণ ও দোয়া মাহফিল৷ ৪৫তম শাহাদাত্ বার্ষিকীর এই দিনে ৩৪ বিঘা জমির উপর নির্মিত বীরশ্রেষ্ট হামিদুর রহমান ইকোপাকের্র উদ্বোধন করা হয়৷
সকাল ১১টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান কলেজ মাঠে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান, মুক্তিযোদ্ধা ড. আব্দুল মালেক গাজী, বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ৷
এসময় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়৷
এর আগে অতিথিরা শহীদের প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ন করেন৷ ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজার জেলার ধলাই সীমান্তে পাকিসত্মানী হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন৷
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল হামিদুর রহমান যে গ্রামটিতে বেড়ে উঠছে সেই খোর্দ্দ খালিশপুর গ্রামটির নামকরণ করা হোক হামিদ নগর৷
কিন্তু আজো নাম করণ করা হয়নি৷ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্ম ১৯৪৫ সালে ভারতের নদীয়া জেলার ডুমুরিয়া গ্রামে৷
১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজার জেলার সীমান্তে ধলাই পাক সেনা ঘাটি আক্রমণ করে মুক্তিবাহিনী৷ সেই যুদ্ধে অসীম সাহসিকতা ও রণকৌশল দেখান তিনি৷ এ সময় পাক সেনাদের গুলিতে তিনি শহীদ হন৷
ভারতের ত্রিপুরা রাজ্যের অন্তর্গত আমবাসা নামক স্থানে একটি মসজিদের পাশে সমাহিত করা হয়৷ সুদীর্ঘ ৩৬ বছর পর ২০০৭ সালের ১১ ডিসেম্বর হামিদুরের দেহাবশেষ বাংলাদেশে নিয়ে এসে ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করে বাংলাদেশ সরকার৷