শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিক হরি কিশোর চাকমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে নেয়া হয়েছে
সাংবাদিক হরি কিশোর চাকমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে নেয়া হয়েছে
ষ্টাফ রিপোর্টার :: (১৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৯মি.) মোটর সাইকেল দুর্ঘটনায় আহত প্রথম আলো পত্রিকার রাঙামাটি শহরে কর্মরত ষ্টাফ রিপোর্টার হরি কিশোর চাকমাকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করার পর তার শারীরিক অস্থার উন্নতি না হওয়াতে ২৮ অক্টোবর শুক্রবার দুপুরে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে গভীর পর্যবেক্ষণের জন্য ICU & HDU তে রাখা হয়েছিল। ব্রেইনের ডান পাশে প্রচুর পরিমাণে রক্তক্ষণ হয়ে রক্ত তার ডান কানে দিয়ে বের হয়েছে। বাম চোখের নিচে এবং শরীরের অন্যান্য জায়গাতেও আঘাতের চিহ্ন রয়েছে।
সাংবাদিক হরি কিশোর চাকমা এখনো অজ্ঞান অবস্থায় রয়েছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
জানা গেছে, শুক্রবার হরি কিশোর চাকমাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্স এর মাধ্যমে ঢাকার স্কোয়ার হাসপাতালে নেয়ার কথা থাকলেও পরবর্তীতে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে। সিটি স্কেন এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদন খুব একটা ভাল না আসায় তাকে ঢাকার নিয়ে যাওয়ার পরামর্শ দেয় কর্তব্যরত চিকিৎসকগণ।
কর্তব্যরত চিকিৎসকগণ জানিয়েছেন, সাংবাদিক হরি কিশোর চাকমা মস্তিষ্কের প্রায় এক তৃতীয়াংশে রক্ত জমাট বেঁধে আছে।
তিনি এখনো আশঙ্কামুক্ত নয়। জরুরিভিত্তিতে মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হবে। তাই তাকে জরুরী ভাবে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে শুধুমাত্র এয়ার এ্যাম্বুলেন্স বাবদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা, ম্যাক্স হাসপাতালে খরচ ২০-৩০ হাজার টাকাসহ আনুমানিক ৫- ৬ লক্ষ টাকার খরচ হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে। এছাড়া অপারেশনে সময় কমপক্ষে ৩ ব্যাগ ও পজিটিভ রক্ত লাগতে পারে বলেও জানান কর্তব্যরত চিকিৎসক।
চিকিৎসা এবং অন্যান্য খরচ এখনো অনেক টাকার কম রয়েছে। তাই সাংবাদিক হরি কিশোর চাকমাকে সাহার্য্যের্থে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবগণ।
সাহায্যর্থে সাংবাদিক হরি কিশোর চাকমার মুঠোফোন 01515223368/01840321809 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন এবং সবাই তার জন্য আশির্বাদ ও দোয়া প্রার্থনা করবেন যাতে তিনি শিঘ্রই সুস্থ হয়ে আবারো আমাদের মাঝে ফিরে আসেন।