শনিবার ● ২৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে দুর্বৃত্তরা মধ্যরাতে যুবককে কুপিয়ে হত্যা করেছে
ঝিনাইদহে দুর্বৃত্তরা মধ্যরাতে যুবককে কুপিয়ে হত্যা করেছে
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৪ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সকাল ১১.৩১মি.) জমিজমা ও সামাজিক বিরোধের জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার ইস্তেগাপুর গ্রামে ২৮ অক্টোবর শুক্রবার মধ্যরাতে মোহন আলী মুন্সি (২৮) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে৷ তিনি একই গ্রামের হাফিজুর রহমান মুন্সির ছেলে৷
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ঝিনাইদহ সদর উপজেলার ইস্তেগাপুর গ্রামে জমিজমা নিয়ে জনৈক হাসানুজ্জামান তিতুর সঙ্গে ফিরোজ আহমেদ ফেদু নামে এক ব্যক্তির বিরোধ চলছিল ৷ বিষয়টি আদালতেও গড়ায় ৷
দুই মাস আগে তিতুর সমর্থকরা ফিরোজ আহম্মেদ ফেদুকেও কুপিয়ে ও পিটিয়ে হাসপাতালে পাঠায়৷ তার জের ধরেই ফেদু সমর্থকরা আবারো ফেদু সমর্থক মোহন মুন্সির উপর হামলা চালায়৷
তিনি আরো জানান, শুক্রবার রাত ১১টার দিকে ইস্তেগাপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মোহন মুন্সি, মুসলিম বিশ্বাস ও অন্য একজন৷
এ সময় রাস্তার পাশে ওত্ পেতে থাকা তিতু সমর্থকরা ফেদু সমর্থকদের উপর হামলা চালায় ৷ তারা ধারাল অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে পালিয়ে যায় ৷ আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক ডা. মাসুদউজ্জামান রুমন মোহন আলী মুন্সিকে মৃত ঘোষণা করেন ৷
চিকিত্সক জানান, অতিরিক্ত রক্তক্ষরণ জনিত কারনে অনেক আগেই মোহনের মত্যু হয়েছে ৷ তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে৷ হামলায় আহত মুসলিম বিশ্বাস ও অন্যজনকে হাসপাতালে ভর্তি রয়েছেন ৷
এ ঘটনায় হামলায় মদদ দেওয়ার অভিযোগে পুলিশ হাসানুজ্জামান তিতুকে পুলিশ গ্রেফতার করেছে ৷ গ্রামে উত্তেজনা বিরাজ করছে ৷ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, সামজিক বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটতে পারে ৷
এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন ৷ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ আসামি ধরার চেষ্টা চলছে ৷