শনিবার ● ২৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » শেষ মুহুতে জমে উঠেছে গাবতলী’র সোনারায় ইউপির উপ নির্বাচন
শেষ মুহুতে জমে উঠেছে গাবতলী’র সোনারায় ইউপির উপ নির্বাচন
বগুড়া প্রতিনিধি ::(১৪ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৩মি.) আগামী ৩১ অক্টোম্বর সোমবার বগুড়া গাবতলী উপজেলা’র সোনারায় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন৷ ফলে শেষ মুহুতে ৩ জন চেয়ারম্যান প্রার্থী এখন নির্বাচনের মাঠে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় কাঁটাচ্ছেন৷
জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারনা৷ ভোটাররা ভাবছেন এবারের উপ-নির্বাচনে সত্-যোগ্য ও ভাল প্রার্থীকে তাঁরা বিজয়ী করবেন৷ তবে বিএনপি ও আ’লীগ সমর্থিত ভোটার’রা ভাবছেন তাদের স্ব-স্ব প্রার্থী’র বিজয় হবে৷
তবুও ঘরে বসে নেই স্বতন্ত্র প্রার্থীও৷ তবে বড় দুই’দলের কাঁটা এখন স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে৷ নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি ও আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী’রা এখন প্রতীক নিয়ে মাঠে রয়েছেন৷ প্রতীক পেয়ে নির্বাচনের মাঠে রয়েছেন সোনারায় ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ মনোনীত রফিকুল ইসলাম রাঙ্গা (নৌকা), বিএনপির মনোনীত অধ্যাপক মো. মফিদুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মশিউল আলম রিপন (মটর সাইকেল)৷ সোনারায় ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন৷ প্রার্থীরা বিরামহীন ভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গনসংযোগ করতে ব্যস্ত সময় কাঁঠাচ্ছেন৷
ভোট ও দোয়া চেয়ে করছেন কুশল ও শুভেচ্ছা বিনিময়৷ ইতিমধ্যে ইউনিয়ন জুড়ে ছেয়ে গেছে প্রার্থীদের পোষ্টার৷ ভোট চেয়ে পথসভা-গনসংযোগ ও মতবিনিময় এবং নির্বাচনী সভা করছেন৷ চলছে ভোট প্রার্থনা৷
তবে স্বতন্ত্র প্রার্থী কোন ভাবেই ছাড় দিতে রাজি নয়৷ ফলে আওয়ামীলীগ ও বিএনপির এবং স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে বিপাকে পড়েছেন ভোটারগন৷ তবে বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী’দের তৃনমূলে নেতাকর্মী বেশি থাকায় তাঁরা জয়লাভের স্বপ্ন দেখছেন৷ তাদের বিপুল ভোটে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে দিনরাত কাজ করে যাচ্ছেন বিএনপি, যুব-ছাত্রদল, কৃষক, স্বেচ্ছাসেবক, শ্রমিকদল নেতাকর্মী’সহ সাধারন ভোটার ও সমর্থকগন৷ আর আ’লীগ সমর্থিত নেতাকর্মী ও ভোটাররা ভাবছেন ভিন্নকথা তাঁরা চান আ’লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হবেন৷
আর স্বতন্ত্র প্রার্থী ভাবছেন বিএনপি ও আ’লীগের মাঝ থেকে এলাকা ভিক্তিক ভোট পেয়ে তিনি বিজয়ী হবেন৷ তবে ৩প্রার্থী’ই জয়লাভের স্বপ্ন দেখছেন৷ শেষ পর্য়ন্ত নির্বাচনী প্রতিযোগিতায় সোনারায় ইউনিয়নে ‘তৃমুখী লড়াই’য়ের সম্ভাবনা রয়েছে৷ নির্বাচনকে ঘিরে ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যানার পোষ্টালে ছেয়ে গেছে৷
ফলে সোনারায় ইউনিয়নে শেষ পর্যন্ত জমে উঠেছে নির্বাচনী প্রচারনা৷ গাবতলী’র সোনারায় ইউনিয়ন পরিষদের উপ-নিবার্চন হবে আগামী ৩১ অক্টোম্বর৷
মোট ভোটার ২৬হাজার ৫শ ৫২জন৷ এরমধ্যে পুরুষ ভোটার ১৩হাজার ৩শ ১৬জন৷ মহিলা ভোটার ১৩হাজার ২শ ৩৬জন৷ মোট ভোট কেন্দ্র ১১টি৷ তবে ১১টি ভোট কেন্দ্র ঝুকিপূন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন৷ নির্বাচন বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আহসান হাবিব জানান, গাবতলীর সোনারায় ইউপির উপ-নির্বাচন সুষ্ঠু ও শানত্মিপূর্নভাবে সমপন্ন করতে প্রশাসন সকল ব্যবস্থা গ্রহন করেছে৷
গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, সোনারায় ইউপির উপ-নির্বাচন নিরপেক্ষ হবে৷ তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন৷ ইতিমধ্যে নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহন করেছে৷
গাবতলী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীদ মাহমুদ খান জানান, কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে৷
উল্লেখ্য, সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মো. তারাজুল ইসলাম গত ৮ জুলাই ২০১৬ তারিখে দিবাগত রাঁতে দূর্বৃত্তের ছোঁড়া গুলিতে মারাত্মক ভাবে আহত হলে গত ২৩ জুলাই তিনি মারা যায়৷ ফলে সোনারায় ইউপির উপ-নির্বাচন হচ্ছে আগামী ৩১ অক্টোম্বর৷