রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » মানবাধিকার সুনিশ্চিত করতে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা : লায়ন গনি মিয়া বাবুল
মানবাধিকার সুনিশ্চিত করতে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা : লায়ন গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: (১৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৩মি.) মানবাধিকার সুনিশ্চিত করতে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, মানবাধিকার সুনিশ্চিত করতে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা। সরকারের প্রশাসন, স্থানীয় সরকার ও মানবাধিকার সংগঠনগুলোর প্রত্যেকেই মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু তাদের মধ্যে সমন্বয় না থাকায় প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে প্রত্যেককে সততা, স্বচ্ছতা ও জবাবদিহীতার মধ্যে কাজ করতে হবে।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে ২৯ অক্টোবর শনিবার বিকালে ‘সুশাসন ও মানবাধিকার উন্নয়নে প্রশাসন এবং স্থানীয় সরকার প্রতিনিধির ভূমিকা’ শীর্ষক সেমিনারে উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন অপরিহার্য।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. দুলাল মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট সানজিদা খানম এম.পি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেক ও ভাষাসৈনিক মো. আব্দুল জলিল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. মফিজুল ইসলাম, মাওলানা গাজী মো. সিরাজুল ইসলাম, নুর আহমেদ কামাল, এরশাদ খান, ক্বারী এ. তাজুল ইসলাম তারেক ও আব্দুল ওয়াদুদ প্রমুখ।
অনুষ্ঠানে মানবাধিকার কর্মীদের শপথ বাক্য পাঠ পরিচালনা করেন বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেক। সংগঠনের উপদেষ্টা প্রয়াত হেমায়েত উদ্দীন বীর বিক্রম স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।
অনুষ্ঠানের শেষ পর্বে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।