শনিবার ● ২৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হোসনি দালানের বর্বর হত্যাকান্ডে দোষীদের শাস্তির আহ্বান : লেঃ জেনাঃ মাহবুবুর রহমান
হোসনি দালানের বর্বর হত্যাকান্ডে দোষীদের শাস্তির আহ্বান : লেঃ জেনাঃ মাহবুবুর রহমান
ঢাকা প্রতিনিধি :: প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই আশুরার প্রস্তুতি সভায় নৃশংস বোমা হামলায় যারা নিহত হয়েছেন তাদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও স্মরণ করে বলেন বাংলাদেশের ইতিহাসে আমরা কখনো এমন ঘটনা দেখিনি। দেশের বাইরে এই ঘটনা অনেকবার ঘটলেও আমাদের দেশে এবারই প্রথম এই ঘটনার সূত্রপাত হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও কস্টদায়ক। তিনি বলেন, যারা এই নৃশংস হত্যা করেছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে। দ্রুত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে। তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র এখন অরাজকতার মধ্যে পড়ে গেছে। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবাইকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। তিনি বাকশাল থেকে দেশবাসীকে জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনেছিলেন। তিনি এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিয়েছিলেন। মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে পরাধীন জাতিকে স্বাধীন করার শক্তি যুগিয়েছিলেন। আজ সেই গণতন্ত্র মৃত প্রায়। মুখ থুবড়ে গণতন্ত্র কাঁদছে। একটি ভোটারবিহীন সরকার ক্ষমতায় থেকে গণতন্ত্রকে হত্যা করার জন্য সমস্ত ব্যবস্থা পাকাপোক্ত করেছে। শহীদ জিয়ার আদর্শের অনুসারীরা এই অবস্থায় বসে থাকতে পারে না ।তাদেরকে গণতন্ত্রের মুক্তির মিছিলে যুক্ত হয়ে অগণতান্ত্রিক সরকারকে বিতাড়িত করে জনগণের সরকারকে প্রতিষ্ঠা করার আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কর্তৃক আজ ২৪ অক্টোবর রোজ শনিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহ সভাপতি ইঞ্জি. মোঃ আশরাফ উদ্দিন এর সভাপেিতত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের প্রধান উপদেষ্টা লেঃ জেনারেল মাহবুবুর রহমান (অবঃ)। আরো বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, বিএনপির সহ স্বেচ্ছা বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহ সভাপতি মেজর মোঃ হানিফ, জাগপা সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন, বাংলাদেশ ন্যাপের যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির বেপারী, যুগ্ম সম্পাদক এম.এ খান মন্টু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু ইউনুস, সহ দপ্তর সম্পাদক জসীম উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
আপলোড : ২৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৩৩ মিঃ