রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রাউজানে আমনের বাম্পার ফলন দেখে কৃষকদের মুখে হাসির ঝিলিক
রাউজানে আমনের বাম্পার ফলন দেখে কৃষকদের মুখে হাসির ঝিলিক
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: (১৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৪০মি.) চট্টগ্রামে’র রাউজানে আমনের ফলন বিগত বছর গুলো’র তুলনায় এবার ভালো হয়েছে।
প্রতিটি এলাকার পাকা আর আধাপাকা ধান জমিতে দোল খাচ্ছে।
কৃষকরা বলেছেন, এবার ক্ষেতে পোকামাকড়ের আক্রমন ছিল কম। আবহাওয়াও ধানের জন্য উপযোগি।
রাউজান উপজেলা কৃষি অফিসার মো. বেলায়ত হোসেন’ জানান, চলতি মৌসুমে ১৪টি ইউনিয়ন ও পৌরসভাসহ উপজেলার ধান আবাদে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কৃষকগণ ধানের ফলন দেখে আনন্দিত।
এই ব্যাপারে কৃষি কর্মকর্তা আরো জানায়, মৌসুমের শুরুতেই কৃষি বিভাগে মাঠ পর্যায়ে কর্মকর্তাগণ ধানের ফলন বৃদ্ধির জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। এখন তারা সুফল পাচ্ছে। চাষিরা সুষম সার ও সহনীয় মাত্রায় কিটনাশক ব্যবহার করে ভাল ফল পেয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, রাউজান উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাম্পার ফলন দেখে কৃষি পরিবারে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। ঊনসওর পাড়ার দুই কৃষক আবচ্ছার ও লেদু এবং কদলপুরে সোলেমান মো. সেলিম উদ্দীন বলেন, এবছর প্রতিমণ ধান উৎপাদন করতে খরচ হয়েছে ৫শ থেকে ৬শ’ টাকা পর্যন্ত।
সার, বীজ, কীটনাশক সহজে পাওয়া গেলেও অন্যান্য দ্রব্যের দাম ছিল প্রতি বছরের তুলনায় একটু বেশি।
সেলিম উদ্দীন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম রাউজান প্রতিনিধিকে বলেন, বিশেষ করে যারা অন্যের জমি নিয়ে ধান চাষ করেছেন তাদের উৎপাদন খরচ একটু বেশি হয়েছে। কামলা খাটাতে হয়েছে দৈনিক ৫শ’ থেকে ৬শ’ টাকা মজুরিতে। তবু ফলনে তারা খুশি।
সেলিম আরো বলেন, শেষ পর্যন্ত ঝড় বৃষ্টি, বাতাস, না হলেই ধান অক্ষত অবস্থায় ঘরে উঠাতে পারবে। ইতিমধ্যে অনেকেই ধান কাটা শুরু করেছে।