রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১
গাজীপুরে ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৫৭মি.) গাজীপুরের কালিয়াকৈরে ট্রেন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে৷
এতে কাভার্ড ভ্যান চালক নিহত ও হেলপার আহত হয়েছেন৷
৩০ অক্টোবর রবিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার ধোপাচালা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার নুরুল ইসলাম স্পিনিং মিলের কাভার্ড ভ্যানের চালক আব্দুল কাদের (৪৫) নিহত হন এবং হেলপার সাজেদুল ইসলাম (৩৫) আহত হন৷ নিহত কাভার্ডভ্যান চালক আব্দুল কাদের সিরাজগঞ্জের বাসিন্দা৷
নুরুল ইসলাম স্পিনিং মিলের অঙ্গ প্রতিষ্ঠান সফিপুরের করতোয়া স্পিনিং মিলের ব্যবস্থাপক অশোক বাবু জানান, সিরাজগঞ্জে তাদের অপর একটি কারখানায় সুতা নামিয়ে কাভার্ডভ্যানটি কালিয়াকৈর উপজেলা ভান্নারা এলাকার নুরুল ইসলাম স্পিনিং মিলে যাচ্ছিল৷ পথে ধোপাচালা রেলক্রসিং পার হওয়ার সময় দুপুর আড়াইটার দিকে ঢাকাগামী সিরাজগঞ্জ (আন্তনগর) ট্রেনের সাথে সংঘর্ষ হয়৷
এতে কাভার্ডভ্যানের সামনের অংশ বিচ্ছিন্ন হয়ে রেল লাইনের পাশে ছিটকে পড়ে যায়৷ এতে কাভার্ডভ্যানের চালক আব্দুল কাদের ঘটনাস্থলেই নিহত এবং তার হেলপার সাজেদুল ইসলাম গুরুত্বর আহত হন৷ পরে পুলিশ এবং কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইলের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়৷
স্থানীয় মৌচাক ইউপি মেম্বার মো. তমিজ উদ্দিন জানান, ধোপাচালা রেলক্রসিংটি অত্যন্ত অরক্ষিত৷ এখানে কোন গেট বেড়িয়ার ও গেটম্যান নাই৷ এখান দিয়ে প্রতিদিন ঝুকি নিয়ে শত শত যানবাহন চলাচল করছে৷ এখানে বেড়িয়ার ও গেটম্যান প্রয়োজন৷
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, সংর্ঘষে কাভার্ড ভ্যানের সামনের অংশ বিচ্ছিন্ন হয়ে রেল লাইনের পাশে ছিটকে পড়ে৷ এতে কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত ও হেলপার সাজেদুল ইসলাম গুরুতর আহত হয়৷
পরে পুলিশ ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়৷