সোমবার ● ৩১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বরকল উপজেলা চেয়ারম্যান মনি চাকমার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
বরকল উপজেলা চেয়ারম্যান মনি চাকমার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রীমতি মনি চাকমা, পিতা আষাতোষ চাকমা তার প্রকৃত পরিচয় আত্মগোপনের অভিযোগ করে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছে বরকল উপজেলার সচেতন নাগরিকবৃন্দ। ৩০ অক্টোবর রবিবার বিকালে রাঙামাটি শহরের একটি রেইনবো নামক রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বরকল উপজেলার স্থানীয় বাসিন্ধা মো. হাসান, মো. মেহেদী হাসান, রফিকুল ইসলাম ও ফরিদ মোল্লা প্রমূখ।
নাগরিকগণ সংবাদ সম্মেলনে বরকল উপজেলা পরিষদের চেয়াম্যান মনি চাকমার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি আসলে কি মনি চাকমা, নাকি সুপ্রিয় চাকমা? তার প্রকৃত নাম সুপ্রিয় চাকমা, পিতা লাল মনি চাকমা এবং মাতা কৃপাদেবী চাকমা। তিনি রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। ১৯৯২ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা’র অধিনে এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করেন এবং গণিত বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। রোল নাম্বার ছিল ম-১৭২৪ এবং রেজিস্ট্রেশন নাম্বার-৫২৭২২/১৯৯০। তার জন্ম তারিখ ১১/১০/১৯৭৫ইং।
কিন্তু তিনি ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন-২০১৪ এর রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর নিকট ১৩/০২/২০১৪ তারিখে হলফনামা মূলে দাখিলকৃত এসএসসি সনদপত্রে দেখা যায়, তার নাম মনি চাকমা, পিতা মৃত আষাতোষ চাকমা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর অধীনে কাউখালি বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে এসএসসি পরিক্ষায় উর্ত্তীণ হয়েছেন। সেখানে তার জন্ম তারিখ দেখানো হয়েছে ১০/১১/১৯৭৮। তার এ পরিচয় ভূল ও সম্পূর্ণ মিথ্যা । যাকে তার পিতা হিসাবে দেখানো হয়েছে সেই আষাতোষ চাকমা নামে কোন ব্যাক্তির স্থাবর সম্পত্তি কিংবা অস্তিত্ব কখনো ছিলনা এবং নেই বলে তারাও জানান তারা।
নাগরিকগণ সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমার প্রকৃত পিতা লাল মনি চাকমা তার ভাইয়ের সাথে রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় বসবাস করে। তার এই পরিচয় আত্মগোপনে জনগণের সাথে প্রতারণা দাবি করে স্থানীয় ব্যাক্তিরা তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা এবং তার নির্বাচনী পদবী বাতিলের জোর দাবি জানান। (ছবি ও তথ্য পার্বত্য নিউজ)