সোমবার ● ৩১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বেতাগীতে ইলিশসহ ১০ লাখ টাকার জাল জব্দ
বেতাগীতে ইলিশসহ ১০ লাখ টাকার জাল জব্দ
বরগুনা প্রতিনিধি :: বরগুনার বেতাগীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিষখালী নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মৎসবিভাগ ৩০ অক্টোবর রবিবার ও সোমবার ৩১ অক্টোবর সকাল ৫ টায় ৪৮ কেজি ইলিশ মাছ আটক করে।
এছাড়া এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ৪৮ হাজার ৯‘শ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে।
নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিল। এ খবর পেয়ে মৎস বিভাগ উপজেলা নির্বাহী অফিসার এম.এম মাহমুদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে।
এসময় মৎস সম্প্রসারন কর্মকর্তা আশ্রাফুল ইসলাম ও উপজেলা মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম বদরুজ্জামান উপস্থিত ছিলেন।
জব্দকৃত জালগুলো জন সম্মুখে পুড়িয়ে ফেলা হয়। আটক কৃত ইলিশ বেতাগী সালেহিয়া সিনিয়া মাদ্রাসায় এতীমদের মাঝে বিতরণ করা হয়।