সোমবার ● ৩১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ির গুইমারা উপজেলার তিন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে
খাগড়াছড়ির গুইমারা উপজেলার তিন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে
মো.মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৬ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সকাল ১১.৫০মি.) খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদর, হাফছড়ি ও সিন্ধুকছড়ি ইউনিয়নে ভোট গ্রহন চলছে ৷
৩১ অক্টোবর সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলবে বিকাল ৪ টা পর্যন্ত ৷ তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য ২৩ জন পুরুষ ৮০ সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করছেন ৷
এবার তিন ইউনিয়নের মোট ২৭ হাজার ৩’শ ৮১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন৷ সকাল থেকে ভোট শান্তিপূর্ণভাবে চলছে ৷ স্ট্রাইকিং ফোর্সের টীম লিডার ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত্ হোসেন টিটো জানান শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে ৷
বেশীর ভাগ ভোট কেন্দ্রে সকাল থেকেই বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি চোখে পড়েছে ৷ এরমধ্যে হাফছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টার আগেই শ’পাঁচেক নারী ভোটারকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ৷
নির্বাচনের পরিবেশ নিয়ে বিএনপি-আওয়ামীলীগ এবং স্বতন্ত্র প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন ৷
এখনো পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷ আর সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপশি বিজিবি মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন ৷