সোমবার ● ৩১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বরগুনায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে হত্যা
বরগুনায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে হত্যা
বরগুনা প্রতিনিধি:: (১৬ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১২.২৭মি.) যৌতুক দিতে অস্বীকার করায় স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মুমূর্ষ অবস্থায় স্ত্রীর মুখে বিষ দিয়ে হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী আবুল হোসেন। শনিবার ২৯ অক্টোবর সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামে এঘটনা ঘটে। রবিবার ৩০ অক্টোবর দুপুরে ময়না তদন্ত শেষে নিহত খাদিজাকে তার বাবার বাড়ি দাফন করা হয়েছে।
এব্যাপারে বরগুনা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত খাদিজার পারিবারিক সূত্রে জানাগেছে, ৮ বছর আগে বরগুনা সদর উপজেলার কড়ইতলা গ্রামের আবদুস সত্তার খানের ছেলে আবুল হোসেন সঙ্গে খাদিজার বিয়ে হয়। বিয়ের পর আবুল হোসেন বরগুনার উপকন্ঠে লাকুরতলায় একটি বাসাভাড়া থাকত। সেখানে আবুল হোসেন মাদকের ব্যবসা করত এবং ব্যবসা বৃদ্ধির জন্য ২ লাখ টাকা যৌতুক আনার জন্য খাদিজাকে চাপ দেয়। অস্বীকার করায় আবুল হোসেন খাদিজাকে দিয়ে মাদক বিক্রিকরতে বাধ্য করে।
নিহত খাদিজার আপন বোন সুরমা জানান, তার বোন যৌতুক না দেওয়ার কারনে তাকে দিয়ে খারাপ করিয়েছে। শনিবার সন্ধ্যায় তার বোনের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবী করে আবুল হোসেন।
এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে আবুল হোসেন ও তার ৪-৫ জন সহযোগী খাদিজাকে হত্যা করার জন্য গলা টিপে ধরে। মুমূর্ষ অবস্থায় আবুল হোসেন খাদিজাকে বরগুনা জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত. ঘোষণা করেন। খাদিজার ভাই বেলাল বলেন, থানায় মামলা নেয়নি। তারা শুধু একটি অপমৃত্যু মামলা করেছে।
আজ ৩১ অক্টোবর সোমবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১টি হত্যা মামলা দায়ের করেন।
বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ হোসেন পিপিএম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, স্বামীর সঙ্গে রাগ করে বিষপান করে খাদিজা আত্মহত্যা করার বিষয়টি বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক তাকে জানিয়েছেন। এজন্যই অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।