সোমবার ● ৩১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বাক প্রতিবন্ধিকে ধর্ষনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
গাজীপুরে বাক প্রতিবন্ধিকে ধর্ষনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৩মি.) গাজীপুরে বাক প্রতিবন্ধিকে ধর্ষনের দায়ে মো. তৌহিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত৷
৩১ অক্টোবর সোমবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ আদেশ দেন৷ রায় ঘোষণার সময় তৌহিদুল আদালতে উপস্থিত ছিলেন৷
একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়৷
বিয়ের প্রলোভন দেখিয়ে এক বাক প্রতিবন্ধি নারীর (২৫) সঙ্গে দৈহিক মিলন এবং গর্ভে সন্তান আসলে তা গর্ভপাত ঘটানোর মামলায় তাকে এই কারাদণ্ড দেন আদালত৷
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী তৌহিদুল ইসলাম গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ব চান্দনা গ্রামের মতিউর রহমানের ছোট ছেলে৷
মামলার বিবরণ ও আদালত সুত্রে জানা যায়, ভিকটিম গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্বচান্দনা এলাকার বাসিন্দা এবং জন্ম থেকেই বাক প্রতিবন্ধী৷ তিনি ঢাকার মিরপুর থেকে দর্জি কাজের প্রশিক্ষণ নেয়৷ পরে প্রতিবন্ধি নারীর ভাই পার্শবর্তী সার্ডি এলাকায় একটি লেডিস টেইলার্সের ব্যবসা প্রতিষ্ঠান দেন৷ সেখানে প্রতিবন্ধি নারী কাজ করেন৷
তৌহিদুল প্রতিবন্ধি নারীর ভাইয়ের বন্ধু হিসেবে তাদের বাসা এবং ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত করত৷ এক পর্যায়ে তোহিদুল প্রতিবন্ধি নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং ২০১২ সালের ১ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সময় একাধিকবার দৈহিক সম্পর্ক গড়ে তুলে৷ এতে প্রতিবন্ধি নারীর গর্ভবতী হয়ে পড়লে তৌহিদুল বিয়ের প্রলোভন দেখায়৷
এক পর্যায়ে সুচিকিত্সার কথা বলে শহরের শিববাড়িস্থ এম এ আকবর ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে প্রতিবন্ধি নারীর গর্ভপাত ঘটায় এবং দোকানে পৌঁছে দেয়৷ এতে প্রতিবন্ধি নারীর আরো অসুস্থ হয়ে পড়লে প্রতিবন্ধি নারীর পরিবার তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ইশারা-ইঙ্গিতে সব ঘটনা জানায়৷ পরে প্রতিবন্ধি নারীর পরিবার তৌহিদুলের পরিবারকে সামাজিকভাবে বিয়ের ব্যাপারে বলে৷ কিন্তু বিয়ের ব্যাপারে আলোচনা করার কথা বলে দিন ধার্য করে তৌহিদুলের পরিবার আসেনি৷ পরে প্রতিবন্ধি নারীর পরিবার জানতে পারেন তৌহিদুলের ভাই ও মা-বাবা তাকে (তৌহিদুলকে) বিদেশে পাঠানোর চেষ্টা করছে৷
এতে প্রতিবন্ধি নারীর মা বাদী হয়ে জয়দেবপুর থানায় তৌহিদুল ইসলাম, ভাই আশরাফুল আলম, বাবা মতিউর রহমান ও তৌহিদুল ইসলামের মা সহ চার জনকে আসামী করে মামলা দায়ের করে৷ পুলিশ। এ মামলায় প্রধান আসামী তৌহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করে৷ স্বাক্ষী গ্রহণ শেষে ৩১ অক্টোবর সোমবার দুপুরে আদালতের বিচারক আসামী তৌহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করে৷ জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদন্ড দেয় আদালত৷