সোমবার ● ৩১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫
বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১৬ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৩মি.) বিশ্বনাথে বাড়ির রাস্তা নিয়ে বিরোধদের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫জন আহত হয়েছেন৷ ৩১ অক্টোবর সোমবার দুপুর ১২টায় উপজেলার দেওকলস ইউনিয়নের কালিজুরি গ্রামের নজির মিয়া ও সাজিদ মিয়া লোকজনের মধ্যে এঘটনা ঘটে৷ আহতরা হলেন-নজির মিয়া, মনির মিয়া, আজাদ মিয়া, মনু মিয়া, নূরফুর নেছা, আফিয়া বেগম, মনোহর আলী,সাজিদুর রহমান, ফয়জুর রহমান, সাইদুর রহমান, হাবিবুর রহমান৷ বাকি আহতদের নাম জানাযায়নি৷ এরই মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷
জানাগেছে, উপজেলার কালিজুরি গ্রামের নজির মিয়া ও আজাদ মিয়ার মধ্যে বাড়ির রাসত্মা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে৷ এনিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মখদ্দমা চলে আসছে৷ এরই জের ধরে গতকাল সোমবার দুপুরে উভয় পক্ষের মধ্যে কথাকাটাটি হয়৷ কথাকাটাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন৷ এতে নারীসহ কমপক্ষে ১৫জন আহত হন৷
এব্যাপারে নজির মিয়া ভাতিজা সায়েদ মিয়া বলেন, সর্ভেয়ার রাস্তা পরিদর্শন করতে গেলে সাজিদ আলীর পক্ষের লোকজন বাধা প্রদান করে৷ এর কারণ জানতে চাইলে তারা আমাদের ওপর হামলা চালায়৷ এতে আমাদের কয়েকজন গুরুতর আহত হন৷
সাজিদ আলীর চাচাত ভাই এমাদ মিয়া বলেন, রাস্তা পরিদর্শনকালে সর্ভেয়ার কে আমরা সহযোগিতা করি৷ কিন্তু নজির মিয়ার লোকজন হঠাত্ করে আমাদের ওপর হামলা চালায়৷ আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়৷
স্থানীয় ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া বলেন, বিষয়টি নজির মিয়ার পক্ষের লোকজন মোবাইল ফোনে অবহিত করেন৷ তিনি জরুরী কাজে সিলেট নগরীতে অবস্থান করছেন বলে জানান৷
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে৷ তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা গ্রহন করা হবে৷